INDIA-র বৈঠকে APP
আগরতলা, Aug 21, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
লোকসভা নির্বাচনে দিল্লিতে আসন রফা নিয়ে তুঙ্গে আপ-কংগ্রেস ইন্ডিয়া জোটের দুই শরিক দলের মধ্যে এহেন বিতণ্ডায় মুচকি হাসছে BJP। ড্যামেজ কন্ট্রোল করে মুম্বইয়ে আসন্ন জোট বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছে আম আদমি পার্টি। বুধবার কংগ্রেস নেত্রী অলকা লাম্বা (Alka Lamba) হঠাৎ ঘোষণা করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) দিল্লির সব আসনে একাই লড়বে দল। সেই ঘোষণার পরই দক্ষযজ্ঞ শুরু হয়েছে রাজধানীর রাজনীতিতে। পালটা তোপ দেগে অরবিন্দ কেজরিওয়ালের দল সাফ বলে, ‘কংগ্রেসের এহেন ঘোষণার পর আর মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে যাওয়ার কোনও অর্থ নেই।’ যদিও পরে আসরে নেমে ক্ষত সারাতে উদ্যোগী হয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
“আমরা মুম্বই যাচ্ছি।।”রাজনীতির প্রাথমিক পাঠ হচ্ছে, ‘চেনা ময়দান ছাড়তে নেই। লোকসভা ভোট নিয়ে কংগ্রেসের অন্দরে দিল্লিতে ‘একলা চলো’র দাবি জোরাল ! কেজরিওয়াল। ।
শীলা দীক্ষিত না থাকলেও রাজধানীতে এখন যথেষ্ট শক্তি ধরে শতাব্দী প্রাচীন দলটি। সেখানে আপ এবং BJP দুইই প্রতিদ্বন্দ্বী। জোটের স্বার্থে শক্ত জমিতে আপকে আসন ছেড়ে দিলে তা নিজের পায়ে কুড়ুল মারার শামিল। আপ আসলে বিজেপির B টিম মনে করে CONGRESS অনেকেই।