ত্রিপুরায় সংখ্যালঘুদের জীবনে প্রতিবন্ধকতা তৈরী করছে বিজেপি

আগরতলা, Apr 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
আজ প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনোরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে পৌরহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, মাইনোরিটি ডিপার্টমেন্টের সভাপতি রুহুল আলম সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গোটা রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি, প্রদেশ কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন, রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃ সুলভ আচরণ করে চলেছে বলে জানান তিনি। এমনকি, ঈদের আগে সীমান্তর্বতী এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করাই রাজ্য সরকারের তীব্র সমালোচনা ও বিরোধিতা করেন তিনি।