অনূর্ধ্ব ১৯ নেতৃত্বে রূপালী রাজ্যদল ঘোষিত 


newsagartala24.com Images

আগরতলা, Sep 21, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


অনূর্ধ্ব ১৯ নেতৃত্বে রূপালী রাজ্যদল ঘোষিত 
জাতীয় ক্রিকেটে ১ম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে

 

 রাজ্য দল প্রস্তুত। প্রত্যেক ক্রিকেটাররাই যথারীতি রিপোর্ট করেছে। আগামী ২৩ সেপ্টেম্বর, শনিবার রাজ্য দল বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে। অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট এক দিবসীয় ট্রফির জন্য রাজ্য দল ঘোষণা করা হয়েছে। প্রথম ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে। খেলা হবে ৮ অক্টোবর ইন্দোরে হোলকার স্টেডিয়ামে। তবে মূল টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য রাজ্য দল শনিবারে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ‌

 

উল্লেখ্য ৮ অক্টোবর প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ১০ অক্টোবর মুখোমুখি হবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ বাংলার বিরুদ্ধে খেলা ১২ অক্টোবর। ১৪ অক্টোবর চতুর্থ ম্যাচ উত্তরাখণ্ডের বিরুদ্ধে। ১৬ অক্টোবর পঞ্চম ম্যাচ ছত্তিশগড়ের বিরুদ্ধে। গ্রুপ লীগের খেলা শেষ হলে ২০ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের লড়াই। রাজ্য দলটি হল: রূপালী দাস (উইকেট রক্ষক ও ক্যাপ্টেন) বিজয়া ঘোষ, গিয়া মন্ডল, অভিধা বর্ধন, অস্মিতা দেবনাথ (সহ  অধিনায়ক), অস্মিতা দাস-বিশালগড়, পায়েল নম, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিনতি বিশ্বাস, রিফু দেববর্মা, রেশমি নোয়াতিয়া, অন্তরানি নোয়াতিয়া, দেবশ্রীতা চৌধুরী।

পাঁচজন ক্রিকেটারকে অবশ্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তারা হলো: স্নিধা সরকার, রেবিকা নোয়াতিয়া, অস্মিতা দাস, অঙ্কিতা পাটারি, ভূমিকা নায়েক।