অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ,দ্বিতীয় পরাজয়ের পথে ত্রিপুরা
আগরতলা, Jan 16, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ,দ্বিতীয় পরাজয়ের পথে ত্রিপুরা।।
ইনিংস পরাজয়ের পথে ত্রিপুরা। বড় কোনও অঘটন না ঘটলে বুধবার ম্যাচের শেষ দিনের মধ্যান্নভোজের আগেই গুটিয়ে যাবে ত্রিপুরা। পাঞ্জাবের বিরুদ্ধে। আপাতত ত্রিপুরা পিছিয়ে ৫৯ রানে। হাতে রয়েছে মাত্র ৪ টি উইকেট। অনূর্ধ্ব-২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। মোহালির আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা এখন খাদের কিনারায়। ত্রিপুরার প্রথম ইনিংসে ১২৬ রানের জবাবে স্বাগতিক পাঞ্জাব ৩১১ রান করে। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে। ত্রিপুরার অভিজিৎ দেববর্মা ৫ উইকেট দখল করেন। দ্বিতীয় দিনের ২ উইকেটে ২২২ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৮৯ রান যোগ করার ফঁাকে শেষ ৮ টি উইকেট হারায় ।
দুই অপরাজিত ব্যাটসম্যান পুখরাজ মন এবং ক্রীশ ভগৎ প্যাভেলিয়নে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় পাঞ্জাবের ইনিংস। পুখরাজ ২৪০ বল খেলে ১৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮৫ এবং ক্রীশ ভগৎ ১৪৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিজিৎ দেববর্মা ৯৫ রানে ৫ টি, রিয়াজ উদ্দিন ৩৮ রানে এবং ইন্দ্রজিৎ দেবনাথ ৯০ রানে ২ টি উইকেট দখল করেন। ১৮৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে ত্রিপুরা। রাজ্যদলের পক্ষে অমিত আলি ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, রিয়াজ উদ্দিন ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (অপ:), সেন্টু সরকার ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ এবং আনন্দ ভৌমিক ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। পাঞ্জাবের পক্ষে সুখদেব বাজোয়া ১৪ রানে এবং ক্রীশ ভগৎ ৫৩ রানে ৩ টি উইকেট দখল করে।