অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেট  অসহায় আত্মসমর্পন করলো ত্রিপুরার


newsagartala24.com Images

আগরতলা, Feb 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেট
 অসহায় আত্মসমর্পন করলো ত্রিপুরার।।।
অসহায় আত্মসমর্পন ত্রিপুরার। গুজরাটের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৩ বালিকাদের একদিবসীয় ক্রিকেটে। পরাজিত হওয়ায় মূলপর্বে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো ত্রিপুরার। পশ্চিমবঙ্গের সল্ট লেইকের ২২ ইয়ার্ড মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৮ উইকেটে। ব্যাট এবং বল— দু বিভাগেই ব্যর্থ এদিন ত্রিপুরার ক্রিকেটাররা। শনিবার ত্রিপুরার গড়া মাত্র ৭৮ রানের জবাবে গুজরাট ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ত্রিপুরা। ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। রাজ্যদল ২৬.‌৪ ওভার ব্যাট করে ৭৮ রানে গুটিয়ে যায়। ত্রিপুরার পক্ষে দলনায়িকা পূজা পাল ১৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহাষ্যে ১৯, মমিতা দেব ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ (‌অপ:‌),অনামিকা দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ এবং সেবিকা দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। গুজরাটের পক্ষে জানভিবেন প্যাটেল ৩১ রানে ৫ টি এবং রাজভি প্যাটেল ১৫ রানে ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে গুজরাট ১৭.‌২ ওভারে ২ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৩৩ রানে ২ উইকেটের পতনের পর জানভিবেন প্যাটেল এবং সঞ্চিতা এস ছাগলানি রুখে দাড়ান এবং দলকে জয় এনে দেন। জানভিবেন ৩৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২ রানে এবং সঞ্চিতা ১৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রানে অপরাজিত থেকে যান। ৫ ফেব্রুয়ারি ত্রিপুরার প্রতিপক্ষ শক্তিশালী মুম্বাই।