অপরাজেয় মৌচাকের জয় অব্যাহত  হেরেই চলেছে নবোদয় সংঘ


newsagartala24.com Images

আগরতলা, Aug 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


অপরাজেয় মৌচাকের জয় অব্যাহত 
হেরেই চলেছে নবোদয় সংঘ।।।।
 দুর্দান্ত জয় মৌচাক ক্লাবের। হারিয়েছে নবোদয় সংঘ কে তিন দুই গোলের ব্যবধানে। তার থেকেও বড় কথা পাঁচ ম্যাচ খেলে নেওয়া মৌচাক এখনো অপরাজেয়র ধারা অটুট রেখে এগোচ্ছে। প্রথম তিনটি ম্যাচে লাগাতর ড্র অর্থাৎ ড্রয়ের হ্যাটট্রিক এর সৌজন্যে পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার কারণে কিছুটা খেসারত দিতে হচ্ছে ঠিকই, তবে সাফল্য পুনরুদ্ধারের যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে খেলোয়ারা।

 

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন লিগ ফুটবল আসরের ১৭ তম ম্যাচে আজ, শনিবার গুরুত্বপূর্ণ খেলায় মৌচাক ক্লাব ৩-২ গোলের ব্যবধানে নবোদয় সংঘকে পরাজিত করেছে। মৌচাকের পক্ষে লাগাতর দ্বিতীয় জয়। প্রথমার্ধেই বিজয়ী দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার ২৮ মিনিটের মাথায় রোদিন রুইয়া এবং ৩৬ মিনিটের মাথায় জাকারিয়া লাল বিয়ালার গোলে দল ২-০ তে লিড নেয়। খেলায় পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ থাকলেও প্রথমার্ধে গোল পরিশোধের কোনও সুযোগ পায়নি নবোদয় এর ছেলেরা। দ্বিতীয়ার্ধে নবোদয় সংঘ ছক পাল্টে অলআউট খেলার চেষ্টা করে। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর দুই মিনিটের মধ্যে দুই গোল করে নবোদয় সংঘ চমক তৈরি করে। ৬১ মিনিটের মাথায় রিচার্ড ত্রিপুরা এবং ৬৩ মিনিটের মাথায় কৃষ্ণকিশোর জমাতিয়ার জোড়া গোল খেলায় মুখ্যত দুই-দুই গোলে সমতা ফিরিয়ে আনে এবং দু দলের মধ্যেই পরস্পর বিরোধী খেলার গতি বাড়ায়। জয় সূচক গোলের সন্ধানে দু দলের খেলোয়ারদের যথেষ্ট উদগ্রীব দেখা গেলেও ৭৩  মিনিটের মাথায় মনীষ দেববর্মার গোল মৌচাককে ৩-২ এ এগিয়ে দেয়। পরবর্তী সময়ে নবোদয় এর পক্ষে গোল পরিশোধের সুযোগ আসেনি। পক্ষান্তরে মৌচাকের খেলোয়াড়রাও গোল ব্যবধান বাড়ানোর সুবিধা করতে পারেনি। তিন দুই গোলে জয় ছিনিয়ে  ৩ পয়েন্ট অর্জন করে মৌচাক মাঠ ছাড়ে। ‌   এদিকে পুরো খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু দলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। এমনকি খেলার ৮৩ মিনিটের মাথায় বিজিত নবোদয় সংঘের কিষান কুমার জমাতিয়াকে দুইবার হলুদ কার্ড দেখানোর কারণে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন। পরবর্তী সময় নবোদয় সংঘ দশজনে খেলে।

 

ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ, সুকান্ত দত্ত ও সুপ্রিয়া দাস।