অর্কজিতের চোখঝলসানো শতরান খেতাব জয়ের দোরগোড়ায় চাম্পামুড়ার


newsagartala24.com Images

আগরতলা, Feb 06, 2024, ওয়েব ডেস্ক থেকে 2023


অর্কজিতের চোখঝলসানো শতরান খেতাব জয়ের দোরগোড়ায় চাম্পামুড়ার।।
দ্বিমুকুট জয় এখন সময়ের অপেক্ষা। বড় কোনও অঘটন না ঘটলে দ্বিমুকুট জয় নিশ্চিত চাম্পামুড়া কোচিং সেন্টারের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। দলনায়ক অর্কজিৎ সাহা-‌র অধিনায়োকচিত ইনিংসে খেতাব জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনে চাম্পামুড়া ৮৮.‌৫ ওভার খেলে ২৬৯ রান করে। একসময় ২৭ রানে ৩ উইকেট হারিয়ে চাম্পামুড়া যখন খাদের কিনারায় ছিলো তখনই রুখে দাড়ায় অর্কজিৎ। চাম্পামুড়ার অধিনায়ককে  প্রথমে সন্দীপন দাস, পরে গৌরব রাজ সাহা  এবং ক্রিশ ভৌমিক সহযোগিতা করে। ওই ত্রয়ীর সহযোগিতায় অর্কজিৎ নিজের শতরান পূরণ করার পাশাপাশি দলকে লড়াকু স্কোর গড়তে সহায়তা করেন। অর্কজিৎ ১৬৬ বল খেলে ২৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩১ রান করে। আসরে এটি অর্কজিতের দ্বিতীয় শতরান।

এছাড়া চাম্পামুড়ার পক্ষে সন্দীপন ১৫৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৯, গৌরব রাজ সাহা ৮০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২, ক্রিশ ভৌমিক ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১, আধি দেবনাথ ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং তানিষ্ক চক্রবর্তী ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। জি বি ‌প্লে সেন্টারের পক্ষে দলনায়ক উজ্জয়ন বর্মন ৪২ রানে ৪ টি এবং ছুটন মিঁয়া ৫৩ রানে ৩ টি উইকেট দখল করে।