অসমে বন্যায় মৃত ৪৪, জল ঢুকেছে কাজিরাঙা জাতীয় উদ্যানেও, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর


newsagartala24.com Images

Guwahati, Jul 01, 2024, ওয়েব ডেস্ক থেকে


টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম। উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪৪ জনের। ক্ষতিগ্রস্ত আড়াই লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হিমন্ত সোমবার এক্স হ্যান্ডলে মোদীর ফোনের কথা জানিয়ে লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিলেন। আমি তাঁকে জানিয়েছি, যে অসম এবং অরুণাচল প্রদেশে বিভিন্ন অংশে ভারী বৃষ্টির কারণে দ্বিতীয় দফার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চ অসমের জেলাগুলিতে রাজ্য সরকারের গৃহীত ত্রাণ এবং উদ্ধারের ব্যবস্থা সম্পর্কে আমি তাঁকে অবহিত করেছি। এই সঙ্কটের সময়ে তিনি আমাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’