অসমে ভক্তি সহকারে পালিত শ্ৰীমন্ত শংকরদেবের ৫৭৫-তম আবির্ভাব তিথি, গুরুদেবের জন্মস্থান বটদ্রবায় মুখ্যমন্ত্রী
Agartala, Sep 24, 2023, ওয়েব ডেস্ক থেকে
নগাঁও (অসম), ২৪ সেপ্টেম্বর : অসমে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে আধ্যাত্মিক গুরু, সমাজ সংস্কারক মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবের ৫৭৫-তম আবির্ভাব তিথি। আজ রবিবার গোটা অসম জগদগুরু শ্ৰীমন্ত শংকরদেবের আবির্ভাব তিথি পালন করছে। রাজ্যের বিভিন্ন প্ৰান্তে শহর থেকে গ্রামাঞ্চলে অবস্থিত সব সত্র ও নামঘরে ভক্তপ্ৰাণ মানুষ মহপুরুষের গুণানুকীৰ্তনে মাতাল। হরিনামের ধ্বনিতে মুখরিত রাজ্যের সত্ৰ, নামঘর, মন্দিরগুলি৷ এদিকে গুরুদেবের জন্মস্থান বটদ্রবায় অনুষ্ঠিত মহোৎসবে সপার্ষদ অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
অসমিয়া সাহিত্য-সংস্কৃতি, ধৰ্ম-দৰ্শন, সমাজ ও সংস্কৃতির মূল চালিকাশক্তি বৈষ্ণবধৰ্ম প্ৰচারক অসমের আধ্যাত্মিক গুরু শ্ৰীমন্ত শংকরদেবের জন্মস্থান বটদ্ৰবা আজ উৎসব-মুখরিত। আজ থেকে কয়েকদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে ৫৭৫-তম গুরুজয়ন্তী উৎসব। সে অনুযায়ী আজ রবিবার ভোরে গুরুদেবের জন্মস্থান বটদ্রবা থানে খোল-তাল, মহিলাদের উষাকীৰ্তন মঞ্জিরার মধ্য দিয়ে শুরু হয়েছে দিনের কার্যক্রম। এরই মধ্যে প্ৰায় ৯-টা নাগাদ মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা বটদ্ৰবা থানে এসে সত্ৰাধিকারদের জন্য নবনির্মিত বিশ্রামগৃহ, অতিথিশালা, সভাগৃহ এবং কাৰ্যালয় ঘরের শুভ উদ্বোধন করেছেন।
অন্যদিকে ভক্তিরস অমিয়া সুর গুঞ্জিত হচ্ছে রাজ্যের বস্ত্ৰনগরী শুয়ালকুচির প্ৰতিটি নামঘর ও সত্ৰে। বিশেষ করে শুয়ালকুচির ঐতিহাসিক তথা উত্তর অসমের একমাত্ৰ উদাসীন সত্ৰ ঈশ্বর শ্ৰীশ্ৰী হাটি সত্ৰে আজ ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ছয় দিন বিভিন্ন কাৰ্যসূচির মাধ্যমে উদযাপিত হবে শ্ৰীশ্ৰী শংকবদেবের জন্মোৎসব। শুয়ালকুচির শ্ৰীশ্ৰী শংকবদেব মন্দিরে এবার গুরুজনার জন্মোৎসব উদযাপনের ১০০ বছর পূর্ণ হবে। জানা গেছে, ১৯২৩ সালে এই মন্দিরে প্রথম গুরুদেবের জন্মৎসব পালিত হয়েছিল। শতবর্ষ পূর্ণ উপলক্ষ্যে ওই মন্দিরে আজ থেকে বছর ব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উদযাপন করা হবে উৎসব।
এদিকে গুরুদেবের একান্ত শিষ্য মাধবদেবের স্থাপিত ঐতিহ্যমণ্ডিত বরপেটা সত্ৰেও সম্পূৰ্ণ সত্ৰীয়া রীতি পরম্পরায় শংকরদেবের আবির্ভাব তিথি মহোৎসব পালিত হচ্ছে৷ বরপেটা সত্ৰে সত্ৰীয়া রীতি পরম্পরা অনুযায়ী আজ দিনব্যাপী কাৰ্যসূচির মাধ্যমে পালিত শ্ৰীমন্ত শংকরদেবের ৫৭৫-তম জন্মোৎসব উপলক্ষ্যে সত্ৰের প্রধান সত্ৰীয়া গৌতম পাঠক ভোরে নামপ্ৰসঙ্গে অংশগ্ৰহণ করেছেন৷
অন্যদিকে গুরু বন্দনায় মুখরিত সত্রনগরী মাজুলির আকাশ-বাতাসও। মাজুলির ভোগপুর, উত্তর কমলাবাড়ি, নতুন কমলাবাড়ি সত্ৰ সহ ৩৩টি সত্ৰ ও চার শতাধিক নামঘরে আজ রবিবার ভোররাত থেকে চারনাম চৌদ্দ প্ৰসঙ্গ, খোল-তাল, কীর্তনঘোঁষা, গায়ন-বায়ন, বিহার নৃত্য, ওজাপালি, গুরুদেবের অমর সৃষ্টি ভাওনা, বরগীত ইত্যাদির অমীয় সুরে মুখরিত হয়ে পড়েছে।
অনুরূপভাবে গোলাঘাটের শ্ৰীশ্ৰী আটখেলিয়া বড়নামঘরে রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে ভক্তকুল এসে প্রদীপ প্ৰজ্বলন ও শরাই (পান-তাম্বুলের অর্ঘ্য) অৰ্চনা করেছেন৷
এদিকে গোলাঘাটে শ্ৰীশ্ৰী আটখেলিয়া নামঘরেও আজ ভোর থেকে ভক্তপ্ৰাণ মানুষ মহপুরুষের গুণানুকীৰ্তনে মজেছেন৷ রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে ভক্তকুল এসে নামঘরে প্রদীপ প্ৰজ্বলন করে গুরুজনার পূজাৰ্চনা করছেন৷ এছাড়া নামঘরে নাগারা-নাম গেয়ে এক আধ্যাত্মিক পরিবেশ গড়ে তুলেছে ভক্তকুল৷
যোরহাটের ঢেকিয়াখোয়া বড়নামঘরেও শ্ৰীমন্ত শংকদেবের জন্মোৎসব উদযাপন করা হচ্ছে। মাধবদেব প্ৰতিষ্ঠিত ঐতিহাসিক ঢেকিয়াখোয়া বড়নামঘরে পরম্পরা অনুযায়ী আজ দিনজোড়া কাৰ্যসূচির মাধ্যমে শ্ৰীমন্ত শংকরদেবের ৫৭৫-তম জন্মোৎসব পালন করছেন ভক্তপ্রাণ মানুষ৷ একইভাবে ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, নগাঁও, বঙাইগাঁও প্রভৃতি জেলায় নানা কার্যসূচির মাধ্যমে সাড়ম্বরে গুরুদেবের আবির্ভাব তিথি পালিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে৷