আইসিএ দপ্তর ও জে আর সি-র বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।


newsagartala24.com Images

আগরতলা, Feb 23, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জয়ের ধারা অব্যাহত রেখেই চলেছে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। এবারও হারালো তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্রিকেট টিমকে। রবিবার ভোলাগিরি স্টেডিয়াম গ্রাউন্ডে জেআরসি দল বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর রিক্রিয়েশন টিমের। দারুণ বিষয় হলো  টসে জয়লাভ করে তথ্য ও সংস্কৃতি দপ্তর দলের অধিনায়ক তথা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যাটসম্যানরা নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৭৩ রান। ব্যাট হাতে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে সপ্তদ্বীপ মজুমদার ১৩, বিম্বিসার ভট্টাচার্য ৪, মানিক মালাকার ৮, পার্থ প্রতিম চক্রবর্তী ১২, জিবেশ দেববর্মা ৯, দেবাশীষ দাস অপরাজিত ৭, মৃণাল কান্তি ভৌমিক ১, গৌতম বণিক অপরাজিত ৭ রান সংগ্রহ করেন। জেআর সি-র হয়ে দিব্যেন্দু দে ৮ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেয়। এছাড়া, অধিনায়ক অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও বিশ্বজিৎ দেবনাথ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।  জয়ের জন্য জে আর সি-র সামনে টার্গেট দাঁড়ায় ৭৪ রানের। ব্যাট করতে নেমে যদিও শুরুটা নড়বড়ে হয় জেআরসি-র।  তবে পরবর্তীতে মাঠে নেমে বিষ্ণুপদ বণিক ও অভিষেক দেববর্মা জুটি এবং পরে দিব্যেন্দু দে ও বিশ্বজিৎ দেবনাথ দারুণ ব্যাটিংয়ের মহড়া তুলে ধরে। দিব্যেন্দু ও অভিষেক একদমই সাবলীল মেজাজে ব্যাট করে ১০.৪ ওভারে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাটে অনির্বাণ দেব ১, বিষ্ণুপদ বণিক ১৪, অভিষেক দেববর্মা ১৬, অভিষেক দে ৪, তাপস দেব ৪, দিব্যেন্দু দে অপরাজিত ৬ এবং বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ১৪ রান দলকে জয় এনে দিতে সক্ষম হয়। বলে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষে সপ্তদ্বীপ মজুমদার ১৩ রানে ২টি উইকেট পেলেও গৌতম বণিক, রমেন ঘোষ ও তপোজিৎ চক্রবর্তী প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট।

এছাড়া, দু-দলের হয়ে প্রজিত চক্রবর্তী, সুব্রত দেবনাথ, মেঘধন দেব, মিল্টন ধর, বাপন দাস প্রত্যেকে মাঠে দারুণ খেলা উপহার দিয়েছেন। খেলা শুরুর প্রাক মুহূর্তে জেআরসি-র পক্ষ থেকে সহ-সভাপতি অনির্বাণ দেব তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যকে স্মারক উপহারের সংবর্ধিত করেন। ম্যাচের পর হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্লেয়ার অফ দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফি পেয়েছেন জে আর সি-র দিব্যেন্দু দে। রানার্স দল তথ্য ও সংস্কৃতি দপ্তরের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিলেন জে আর সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ এবং সম্পাদক অভিষেক দে।  পরবর্তীতে চ্যাম্পিয়ন দল জে আর সি-র হাতে সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। দিনটি এক দারুণ পরিবেশের মধ্য দিয়ে  অতিবাহিত করলেন দুই দলের সদস্যরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বললেন, এই ম্যাচ খেলে তিনি এবং দপ্তরের সকল ক্রিকেটার স্টাফরা সত্যিই আনন্দিত। হাজারো কর্মব্যস্ততার মধ্যে এ ধরনের বিনোদনমূলক খেলাধুলার মাধ্যমে এক বা একাধিক ছুটির দিন অতিবাহিত করার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এমন ম্যাচ যাতে আগামীতে আরও হয় তারও প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি। জে আর সি-র অধিনায়ক অভিষেক দে বললেন, ক্রিকেটটা তো শুধু একটা বাহানা, এই বন্ধুত্বপূর্ণ-প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দুই দলের মধ্যে যে এক অনাবিল সম্পর্ক বিরাজ করছে, তা আগামী দিনেও অটুট থাকবে। জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ সংক্ষিপ্ত বক্তৃতায় দু-দলের খেলোয়ারদের পাশাপাশি আম্পায়ার কৃষ্ণপদ মজুমদার এবং রাজা চক্রবর্তী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।