আগরতলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের টি-১০ ক্রিকেট সম্পন্ন


newsagartala24.com Images

আগরতলা, Feb 21, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


ব্যাপক উৎসাহ ও উদ্দীপনের মধ্য দিয়ে সাংবাদিকদের মধ্যে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় সাংবাদিকদের মধ্যে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভোলাগিরি স্টেডিয়াম গ্রাউন্ডে বিগত বছরের মতো এবারও আয়োজিত এই একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে টিম-সি চ্যাম্পিয়ন হয়েছে। আজ, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ টিম ডি-কে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রেসক্লাব সি টিম চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। সেরা ব্যাটসম্যান হিসেবে বাপন দাস, সেরা বোলার মিল্টন ধর, সেরা ফিল্ডার কিংকর শীল, প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ শুভঙ্কর মজুমদার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে অভিজিৎ মজুমদার পুরস্কৃত হলেও টিম গেমে প্রেসক্লাব সি টিমের হয়ে মিল্টন, সিশান, সুমিত, সুব্রত, প্রসেনজিৎ, রাজেশ, শুভঙ্কর, অভিজিৎ, রাজেশ(২), জাকির (সহ-অধিনায়ক), কিরীটি (অধিনায়ক) যেমন খেলেছেন, তেমনি প্রেসক্লাব ডি টিমের বাপন,  অভিষেক, সুজিত, রবিন, অভিষেক (২), পার্থসারথি, সুমন, কিংকর, প্রসেনজিৎ, বাপন (২), অভিজিৎ (সহ-অধিনায়ক), সুপ্রভাত (অধিনায়ক) প্রত্যেকের পারফরম্যান্সও অনস্বীকার্য। এর আগে প্রথম সেমিফাইনালে আগরতলা প্রেসক্লাব টিম সি ৬ উইকেটের ব্যবধানে প্রেসক্লাব টিম এ-কে পরাজিত করে ফাইনালে উঠেছিল। এতে প্লেয়ার অব দ্যা ম্যাচের ট্রফি পেয়েছিল মিল্টন ধর। দিব্যেন্দু, বিষ্ণুপদ, নারায়ণ, প্রশান্ত, রবীন্দ্র, বিপ্লব, সৌরভ, প্রণব, প্রবীর, ভাস্কর, প্রিয়তোষ, বিশ্বজিৎ (সহ-অধিনায়ক), সুব্রত (অধিনায়ক)-  এ টিম বিজিত হলেও প্রত্যেকেই দারুণ খেলেছেন। অপর সেমিফাইনালে প্রেস ক্লাব ডি-টিম ৬ রানের ব্যবধানে প্রেসক্লাব বি-টিমকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পায়। এতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছিল বাপন দাস। বিজিত টিম বি-এর মেঘধন, কৃষাণু, দীপজিৎ, অঞ্জন, প্রবীর, প্রশান্ত, সন্তোষ, ভাস্করজ্যোতি, অনিমেষ, বিপ্লব, বিশ্বজিৎ, অনির্বাণ (সহ-অধিনায়ক), জয়ন্ত (অধিনায়ক) প্রত্যেকেই ভালো খেলা উপহার দিয়েছেন। উল্লেখ্য, টুর্নামেন্ট শুরুর প্রাক মুহূর্তে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাশগুপ্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, কনভেনর তথা ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে প্রমূখ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানোর পাশাপাশি সকল খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্বের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। প্রাক্তন রঞ্জি ক্রিকেটার সৌরভ দাশগুপ্তকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সংবর্ধনা জ্ঞাপন করেন। ম্যাচ চলাকালীন সময়ে ক্লাব সম্পাদক রমাকান্ত দে এবং কোষাধ্যক্ষ রঞ্জন রায় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ফাইনাল ম্যাচের শেষে এক উৎসাহ পূর্ণ অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য মনীষ লোধ, মিহির সরকার, অভিষেক দেববর্মা, র্টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ‌স্পোর্টস কমিটির পক্ষ থেকে আগামী দিনেও এ ধরনের টুর্নামেন্ট আরও বড় পরিসরে করার প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।