আগরতলায় ৬৮তম জাতীয় স্কুল গেমস বালিকাদের জুডো আসরের জোর প্রস্তুতি।
আগরতলা, Dec 03, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রস্তুতি চলছে জোর কদমে। উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে আজ। বিশেষ করে জাতীয় আসর আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠন, তৎসঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন সাব কমিটি গঠনের কার্যক্রম আজ অনেকটা চূড়ান্ত করা হয়েছে।
আগামী ১২ থেকে ১৫ ডিসেম্বর রাজ্যে জাতীয় স্কুল গেমসের জুডো ইভেন্টের বিশেষ করে বালিকাদের অনূর্ধ্ব ১৭ বছর বিভাগের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৩০ থেকে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৩৫০ জুডোকা এবং অফিসিয়াল আগরতলায় ১১ ডিসেম্বর বুধবারের মধ্যে রিপোর্ট করবে। জাতীয় স্কুল গেমসের জুডো বালিকা অনূর্ধ্ব ১৭ বিভাগের আসর নেতাজি সুভাষ রিজিওনাল কোচিং সেন্টার তথা এনএসআরসি-তে অনুষ্ঠিত হবে। খেলোয়ারদের থাকার ব্যবস্থা করা হচ্ছে শহীদ ভগৎ সিং যুব আবাস, এন এস আর সি সি-র হোস্টেল এবং বাধরঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ১২ ডিসেম্বর এবং সমাপ্তি অনুষ্ঠান ১৫ ডিসেম্বর আয়োজন করা হবে। উল্লেখ্য, রাজ্য দলের জুডোকারা ইতোমধ্যে প্রয়োজনীয় অনুশীলনে ব্যস্ত রয়েছে।