আগরতলার রাজপথে ক্রস কান্ট্রি অনুষ্ঠিত উপস্থিত মেয়র দীপক মজুমদার


newsagartala24.com Images

আগরতলা, Mar 11, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রান ফর টি- এই স্লোগানকে সামনে রেখে আগরতলার রাজপথে ক্রস কান্ট্রি অনুষ্ঠিত।।। রাজ্যের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবার এগিয়ে এসেছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইন্ডিয়া। “চা এর  জন্য দৌড়- এই লক্ষ্যকে সামনে রেখে সোমবার ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পুরুষ ও মহিলাদের এক  ক্রস কান্ট্রি অনুষ্ঠিত হলো। এতে মহিলাদের জন্য ৩ কিলোমিটার ও পুরুষদের জন্য ৫ কিলোমিটার দূরত্ব আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের  অধিকর্তা সত্যব্রত নাথ ও প্রাক্তন টি কর্পোরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্য সরকার চাইছে যুবাদের নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে। এই ল ক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের সব মহকুমাতে ছেলে মেয়েদের জন্য খেলা ধুলার জন্য সব ধরনের সহযোগিতা করে চলেছে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইন্ডিয়ার এই উদ্যোগকে স্বাগত জানালেন তিনি।দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষদের প্রথম ১০ জন ও মহিলাদের প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। মহিলাদের দলে প্রথম হয়েছেন লক্ষ্মী রানী ত্রিপুরা, দ্বিতীয় স্নিগ্ধা চৌধুরী, তৃতীয় অরিজিতা সাহা। পুরুষ দলে প্রথম হয়েছেন আকাশ বর্মণ,দ্বিতীয় সৌরভ হোসেন এবং তৃতীয় হয়েছেন মোবারক হোসেন। প্রথম পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে নগদ ৩,৫০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার নগদ ২,৫০০ টাকা এবং তৃতীয় পুরষ্কার প্রদান করা হলো ২,০০০ টাকা