আগামী তিন দিনে বিশ্ব নেতাদের সঙ্গে ১৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী
Agartala, Sep 08, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিন দিনে বিশ্ব নেতাদের সঙ্গে ১৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শুক্রবার মোদী তাঁর বাসভবনে মরিশাস, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
শনিবার প্রধানমন্ত্রী জি-২০ বৈঠক ছাড়াও ব্রিটেন, জাপান, জার্মানি ও ইতালির প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রবিবার প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সের প্রধান ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে দুপুরে একটি বৈঠক করবেন। সেখানে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। তিনি কানাডার সঙ্গে আলাদা বৈঠক করবেন। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, ব্রাজিল এবং নাইজেরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।