আগামীকাল ত্রিপুরায় ঐতিহাসিক ঘটনা নৈশালোকে জাতীয় সন্তোষ ট্রফি ফুটবল


newsagartala24.com Images

আগরতলা, Nov 13, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


১৫ নভেম্বর ত্রিপুরার মাটিতে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। ফ্লাডলাইটে জাতীয় পর্যায়ের ফুটবল ম্যাচ। তাও ঐতিহ্যবাহী সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের খেলা। ‌ ওইদিন বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটে প্রথমবারের মতো জাতীয় সিনিয়র ফুটবল তথা ৭৮তম সন্তোষ ট্রফি ফুটবলের ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচ, ত্রিপুরা বনাম মিজোরামের খেলা শুরু হতে যাচ্ছে। এর আগে যদিও সকাল ন'টায় গ্রুপ লীগের প্রথম খেলায় সিকিম ও মনিপুর পরস্পরের মুখোমুখি হবে। ‌ আগরতলায় আয়োজিত চারদলীয় ডি গ্রুপের লীগ পর্যায়ের ছয়টি ম্যাচ ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ছয়টি ম্যাচ-ই দিনের আলোতে হওয়ার কথা ছিল। কিন্তু ফুটবলপ্রেমীদের কথা চিন্তা করে এবং উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাডলাইট ব্যবস্থাপনায় আরও কয়েকটি লাইট লাগানোর সাপেক্ষে ম্যাচ কমিশনার এবং ম্যাচ রেফারি প্রমূখ মাঠের ফ্লাড লাইটের কন্ডিশন "আপ টু দ্য মার্ক" বলে বিবেচিত করলে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমতি ক্রমে তিন দিনের দ্বিতীয় বেলার তিনটি ম্যাচ ফ্লাডলাইটে করানোর কথা ঘোষণা করা হয়েছে। নতুন ক্রীড়া সূচি অনুযায়ী ১৫ই নভেম্বর সকাল ৯ টায় ডি গ্রুপ লীগের উদ্বোধনী ম্যাচে সিকিম ও মনিপুর পরস্পরের মুখোমুখি হবে। বিকেল চারটায় দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মিজোরামের বিরুদ্ধে। ১৭ নভেম্বর সকাল ৯ টায় মনিপুর খেলবে মিজোরামের বিরুদ্ধে।

বিকেল চারটায় সিকিম ও ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে। একইভাবে ১৯ নভেম্বর সকাল ন'টায় সিকিম খেলবে মিজোরামের বিরুদ্ধে। বিকেল চারটায় ত্রিপুরা ও মনিপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে। উল্লেখ্য, গ্রুপ লীগের ষষ্ঠ তথা অন্তিম ম্যাচে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর (প্রফেসর) মানিক সাহা উপস্থিত থাকার কথা রয়েছে। ‌ নতুন ক্রীড়া সূচি সহ টুর্নামেন্টের প্রস্তুতি চূড়ান্ত বলে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার। আজ, বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। ‌ সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি অমিত দে, যুগ্ম সম্পাদক তথা টুর্নামেন্ট কমিটির কনভেনার তপন সাহা ও কৃষ্ণপদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টে অংশগ্রহণকারী মনিপুর, মিজোরামের খেলোয়াররা যথারীতি আগরতলায় পৌঁছেছেন। সিকিমের খেলোয়াড়রা ইতোমধ্যে পৌঁছে যাচ্ছেন। এযাবৎ কালের মধ্যে জাতীয় পর্যায়ের ফুটবলের বিশাল আয়োজন সাফল্যমন্ডিত করার লক্ষ্যে টিএফএ-র পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।