আদি যোগীর সামনে প্রজ্বলিত হাজার প্রদীপ, কার্তিগাই দীপম উৎসবে আলোয় সেজে উঠল ইশা সেন্টার
Agartala, Nov 27, 2023, ওয়েব ডেস্ক থেকে
দীপাবলি কেটে গেলেও আলোর উৎসব এখনও রয়েছে। দীপাবলির পর পালিত হয় দীপ দীপাবলি। এই দিনেই তামিল হিন্দুরা উদযাপন করেন কার্তিগাই দীপম উৎসবের। আর এই উৎসব উপলক্ষে হাজার প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠল তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ইশা যোগ আশ্রম (Isha Ashram)।
ইশা যোগ সেন্টার, যেখানে আদি যোগীর বিশালাকায় মূর্তি রয়েছে, সেখানেই কার্তিগাই দীপম উৎসব পালিত হয়। ইশা সেন্টারের স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ মিলিতভাবে কয়েক হাজার মাটির প্রদীপ প্রজ্বলন করেন। ধ্যানলিঙ্গ, লিঙ্গ ভৈরবী মন্দির, তীর্থকুণ্ড, নন্দী, আদি যোগী সহ ইশা সেন্টারের নানা অংশে এই প্রদীপ জ্বালানো হয়।