আদিত্য এল-১ উপগ্রহের সফল উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
Agartala, Sep 02, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর: ভারতের প্রথম সৌর মিশন আদিত্য -এল ১-এর সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ চন্দ্রযান ৩-এর সাফল্য তাঁকে আপ্লুত করেছিল। ইসরো-র দফতরে গিয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এবার সূর্য-যানের সাফল্যে ফের একবার প্রশংসা মোদীর। ভারতের যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ক্রমশ উত্তরণ হচ্ছে, সে কথাই উল্লেখ করেছেন তিনি।
চাঁদের পর সূর্ষের দিকে গবেষণা যান আদিত্য এল ১ কে পাঠানোর প্রস্তুতি চলছিল। শনিবার সূর্যকে গবেষণার উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হল আদিত্য এল ১ কে। আদিত্য এল-১ উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “সামগ্রিক মানবতার উন্নতির লক্ষ্যে মহাকাশকে আরও ভালভাবে জানার অদম্য বৈজ্ঞানিক প্রচেষ্টা জারি থাকবে”।
এর আগে আজ অন্ধ্রপ্রদেশের সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ সূর্যযান আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণ করল ইসরো। পিএসএলভি-সি ৫৭-র পিঠে চেপে সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আদিত্য এল-১ স্যাটেলাইট। এটি ভারতের প্রথম সূর্য অভিযান। সূর্যের অভিমুখে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১। সূর্য সম্পর্কে অজানা অনেক তথ্য এর মাধ্যমে ইসরোর হাতে আসবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সফলভাবে চাঁদের অবতরণ করে ভারতের চন্দ্রযান ৩। একের পর এক সফল অভিযান যে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করছে, সে কথা বলাই বাহুল্য। চন্দ্রযানের সাফল্যের পর ইসরো দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সাফল্যে তিনি কতটা আনন্দিত, সে কথা বলতে গিয়ে ভেসেছিলেন আবেগে। আদিত্য এল ওয়ানের সাফল্যে ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন, ‘এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’