আন্তর্জাতিক আসরে রাজ্যের মেয়ে মধুমিতার ব্রোঞ্জ পদক
আগরতলা, Aug 03, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
আন্তর্জাতিক আসরে রাজ্যের মেয়ে মধুমিতার ব্রোঞ্জ পদক। ওয়াল্ড পুলিশ এবং ফায়ার গেমস ২০২৩ এর এথলেটিক্স হচ্ছে কানাডায়। এতে ভারতের হয়ে ১০০মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক দখল করলো রাজ্যের মেয়ে মধুমিতা দেব। খোয়াইর কল্যানপুরের প্রত্যন্ত গ্রামের এই মেয়ে। গত সাত বছর পূর্বে বাবা প্রয়াত হলো তার। মা গৃহিণী,ছোট একটি ভাই রয়েছে তার।মধুমিতার এই সাফল্যে দেশ তো বটেই ত্রিপুরা বাসী ও গর্বিত।
মধুমিতা তার এই পদক প্রয়াত বাবার প্রতি উৎসর্গ করলো। মেয়ের আন্তর্জাতিক পদক জয়ে ভীষণই খুশি তার মা সহ গোটা গ্রাম। আনন্দের জোয়ার পুরো গ্রাম জুড়ে। মধুমিতাকে অভিনন্দন জানিয়েছেন স্পোর্টস স্কুলের শারীর শিক্ষক প্রণব অখণ্ড, তার গুরু স্বপন সাহা সহ প্রত্যেকেই। প্রসঙ্গত ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রাক্তন ছাত্রী মধুমিতা। এখন অলিম্পিকে পদকের আশায় প্রস্তুতিতে মগ্ন সে। খেলো ইন্ডিয়া স্কিমে ভারতীয় দলের সঙ্গে রয়েছে মধুমিতা।