আন্তর্জাতিক ক্যারাটে আসরে অংশগ্রহণ করবে রাজ্যদল


newsagartala24.com Images

আগরতলা, Dec 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


চলতি বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর কলকাতা যাদবপুরে অনুষ্ঠিত হবে অনুর্ধ ১৬ বছরের 
ওপেন এস.এস.স্কাই আন্তর্জাতিক  ক্যারাটে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এিপুরার ১০ জন বালক ও ৪ জন বালিকা  অংশগ্রহণ  করবে।আসরকে সামনে রেখে ১৪ জন খেলোয়াড়,২ জন কোচ সহ ১ জন ম্যানেজার ২৪ ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন।

রবিবার ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হলো। প্রান্তিক ক্লাবের সচিব দিব্যেন্দু দে বললেন, তিনি সহ সবাই আশাবাদী রাজ্যদলের খেলোয়াড়েরা জাতীয় আসরে ভালো পারফরম্যান্স করবেই। সেই মোতাবেক তারা এখন অনুশীলনে মগ্ন।