আন্তর্জাতিক পদক প্রাপ্ত কিক বক্সার সুজিত।।।


newsagartala24.com Images

আগরতলা, Jun 10, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


কিক বক্সিংয়ের প্রসারে কুমারঘাটে মগ্ন আন্তর্জাতিক পদক প্রাপ্ত কিক বক্সার সুজিত।।।।।।।।।।।।।।।।।।।।।। 
সুজিত শীল। আত্মরক্ষার নিপুণ শৈলীর অন্যতম এক কারিগর হলেন এই সুজিত শীল। কুমারঘাটের এই ছেলে আন্তর্জাতিক স্তরে ও ত্রিপুরার নাম উজ্বল করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। সেলফ ডিফেন্স এর উপর এখন বর্তমানে ফটিকরায় কলেজে কলেজ পড়ুয়াদের নিয়মিত প্রশিক্ষণ করিয়ে চলেছেন সুজিত।। শুধু ফটিকরায় কলেজ নয়, উনকোটি জেলার বিভিন্ন স্কুলেও সুজিত ছাত্রছাত্রীদের কোচিং করিয়ে চলেছেন। পাবার কোনো চাহিদা নেই সুজিতের। সমাজে যাতে সবাই এই সেলফ ডিফেন্সের মাধ্যমে নিজেদের তৈরি করে নিতে পারে, তা ই মূল লক্ষ্য সুজিতের।বর্তমান সময়ে স্কুলে  পড়াশোনার পাশাপাশি ভাল খেলোয়ার  তৈরি করা যায়  সেই দিকেও  মন্ত্রী সুধাংশু দাস ও বিধায়ক ভগবান দাসের ও নজর রয়েছে সুজিত শীলের উপর। এক কথায় বলতে গেলে অনবদ্য সমাজ সেবা করে চলেছেন সুজিত নিজের এই ক্রীড়া শৈলীর মাধ্যমে। কিক বক্সিংয়ে জাতীয় আসরে ও সুজিতের বেশ কয়েকটি পদক রয়েছে।

এই পদক গুলো অর্জন করতে প্রচুর ঘাম ঝরিয়েছে সুজিত। একই সঙ্গে আন্তর্জাতিক আসরে ও কিক বক্সিংয়ে পদক অর্জন করেছেন সুজিত। এবার কুমারঘাটে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়াদের কিক বক্সিংয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন সুজিত