আন্দামানে স্কুল ফুটবল ঘুরে দাড়ালো ত্রিপুরা
আগরতলা, Dec 31, 2023, ওয়েব ডেস্ক থেকে 23
ঘুরে দাড়ালো ত্রিপুরা। দুরন্ত খেলে পরাজিত করলো দাদরা অ্যান্ড নগর হাবেলীকে। আন্দামানের পোর্ট ব্লেয়ারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালকদের স্কুল ফুটবলে। জে এন আর এম মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে ত্রিপুরা বিধ্বস্ত করে দাদরা অ্যান্ড নগর হাবেলীকে। প্রথম ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রাধান্য নিয়ে খেলে পরাজিত হওয়ার পর পুরি প্রসাদ দেববর্মার ছেলেরা কতটা তেঁতে ছিলো তা এদিন বুঝতে পারলো দাদরা অ্যান্ড নগর হাবেলীর ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য নিয়ে খেলতে থাকে জন জমাতিয়ারা।
ত্রিপুরার অধিনায়ক জন ম্যাচে দুর্দান্ত খেলে। ম্যাচে ত্রিপুরা জয়লাভ করে ৪-০ গোলে। প্রথমার্ধের ২১ মিনিটে ত্রিপুরাকে এগিয়ে দেয় জারা জমাতিয়া। এর ৭ মিনিট পর অমিত ত্রিপুরা ব্যবধান বাড়ায়। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠে ত্রিপুরার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে দুরন্ত গোল করে সুখদয়াল জমাতিয়া ব্যবধান আরও বাড়ায়। এর ১ মিনিট পরই ত্রিপুরার জয় নিশ্চিত করে দেয় জারা জমাতিয়া নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোলটি করে। খেলা শেষে ত্রিপুরার কোচ পুরিপ্রসাদ দেববর্মা টেলিফোনে বলেন,"আরও বড় ব্যবধানে জয় পেতে পারতাম আমরা। দুটি গোল করলেও জারা একাই নষ্ট করেছে আরও দুটি সহজ গোলের সুযোগ। আরও কয়েকটা গোল যদি করতে পারতো ছেলেরা তা হলে শেষ ম্যাচের পর গোল পার্থক্যে এগিয়ে থাকতে পারতাম আমরা"। বছরের প্রথম দিন গ্রুপে ত্রিপুরার শেষ প্রতিপক্ষ তেলেঙ্গানা। ওই ম্যাচে জয় পেলে গ্রুপ রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে ত্রিপুরার সামনে। এখন ওই লক্ষ্যকে সামনে রেখে গোটা দলের ফুটবলারদের মনোবল বাড়ানোর কাজ করে চলছেন ত্রিপুরার কোচ। প্রসঙ্গত: প্রথম ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গিয়েছিলো ত্রিপুরা।