আপনাদের সেবা করতেই জন্মেছি’, ছত্তিশগড়ের জনসভায় মোদী


newsagartala24.com Images

Agartala, Nov 07, 2023, ওয়েব ডেস্ক থেকে


রায়পুর, ৭ নভেম্বর: ‘আপনাদের সেবা করতেই জন্মেছি’, মঙ্গলবার ছত্তিশগড়ে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এদিন ২০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কয়েকটি মাওবাদী প্রভাবিত এলাকাতেও ভোট হচ্ছে। দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর। আর গণনা ৩ ডিসেম্বর। ভোটের মাঝেই এদিন ছত্তিশগড়ে জনসভা করেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন, ‘আমি সেবা করার জন্য জন্মেছি এবং আপনারা আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন।’

আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নকে যে বিজেপি সরকার অগ্রাধিকার দেয়, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কেউ কি ভেবেছিলেন যে আদিবাসী পরিবার থেকে আসা একজন মহিলা ভারতের রাষ্ট্রপতি হতে পারেন।’
কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বলেন, ‘কংগ্রেস ছত্তিশগড়ে মাওবাদী হামলা রুখতে ব্যর্থ হয়েছে। যখনই কংগ্রেস ক্ষমতায় আসে, দেশে সন্ত্রাসবাদী ও মাওবাদীদের সাহস বেড়ে যায়। কংগ্রেস সরকার নকশাল হিংসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।’