আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্যা নিয়ে জেলা শাসকের সাথে বৈঠক বিরোধী দলনেতার


newsagartala24.com Images

Agartala, Apr 13, 2023, ওয়েব ডেস্ক থেকে


নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোয়াই জেলা শাসকের সঙ্গে বৈঠক বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোয়াই জেলা শাসক ডি.কে.চাকমার সাথে এক বৈঠকে মিলিত হন রাজ্যের বিরোধী দলনেতা তথা আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেষ দেববর্মা৷ এদিন এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, এমডিসি অনন্ত দেববর্মা, সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা৷ মূলত আশারামবাড়ী বিধানসভা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়৷ পরবর্তিতে তিনি খোয়াই ডাকবাংলোতে সাংবাদিকদের সাথে মিলিত হন৷
এদিকে, আচমকাই খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ মেডিকেল সুপারের কার্যালয়ের রুমে এক বৈঠকে মিলিত হন৷  বৃহস্পতিবার আচমকাই খোয়াই জেলা হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ আচমকা তাঁর এই পরিদর্শন কালে উপস্থিত ছিলেন এমডিসি অনন্ত দেববর্মা সহ অন্যান্যরা৷ এদিন প্রথমেই হাসপাতালের জরুরি বিভাগ, এরপরে পুরুষ বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে কথা বলেন হাসপাতালের কর্মরত চিকিসৎক, রোগী সহ খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডা: রাজেশ দেববর্মার সঙ্গে৷ পরবর্তিতে মেডিকেল সুপারের কার্যালয়ের রুমে এক বৈঠকে মিলিত হন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷