ইউনাইউনাইটেড বিএসটিকে হারিয়ে তৃতীয় জয়ের সৌজন্যে সংহতি শেষ আটের


newsagartala24.com Images

আগরতলা, Mar 18, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জয়ের ধারা অব্যাহত রেখেছে সংহতি ক্লাব। এ নিয়ে তৃতীয় জয় পেয়ে মুল পর্বের লক্ষ্যে অনেকটা এগিয়ে রয়েছে। টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্লাব লীগ ক্রিকেটে গ্রুপ-এ তে সংহতি চতুর্থ ম্যাচের মাথায় তৃতীয় জয় পেয়ে মুল পর্বের লক্ষ্যে পথ প্রশস্ত করে নিয়েছে। মঙ্গলবার হারিয়েছে দুর্বলতর টিম ইউনাইটেড বিএসটিকে।

৯০ রানের ব্যবধানে। বেলা একটায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে সংহতি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে ইউনাইটেড বিএসটি ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার ফুরিয়ে যায়। বিজয়ী দলের আরুশ শাব্রাওয়াল দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখায়। ৪০ বল খেলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাকিয়ে ৬২ রান সংগ্রহ করে দলের স্কোর সমৃদ্ধ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া সঞ্জয় মজুমদারের ৩৪ রান এবং শ্রীদাম পালের ৩১ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে ইউনাইটেড বিএসটি-র টুটন সিং ২৫ রানে তিনটি উইকেট পেয়েছিল। সংহতির চিরঞ্জিত পাল ও অজয় সরকার দুটি করে উইকেট পেয়েছে।