ইডি হেপাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল


newsagartala24.com Images

Agartala, Mar 23, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২২ মার্চ  : আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাতদিনের ইডি হেপাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন কেজরিওয়াল। একইসঙ্গে রবিবারই সেই মামলার শুনানির জন্য আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে হানা দিয়েছিল ইডি। তার আগে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রীকে ন’বার তলব করে সমন পাঠানো হয়েছিল ইডির তরফে। যদিও একবারও হাজিরা দেননি তিনি। তারপরই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে যান ইডি আধিকারিকরা। রাতে গ্রেফতার হন কেজরিওয়াল। নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। শুক্রবার বিশেষ সিবিআই আদালতের বিচারক কাবেরী বাওয়েজার এজলাসে তাঁর মামলার শুনানি ছিল। ১০ দিন নিজেদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় ইডি। তবে বিচারক সাতদিনের ইডি হেপাজত মঞ্জুর করেন। শনিবার ইডি হেপাজতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ প্রধান।