ইতিহাস তৈরি করে ঘরে ফিরলো সমীর ও বিনীত

আগরতলা, May 24, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
ইতিহাস তৈরি করে ঘরে ফিরলো সমীর ও বিনীত, এয়ারপোর্টেই দেয়া হলো তাদের সংবর্ধনা।।।।।। ঘরে ফিরলো রাজ্যের দুই প্যারা সুইমার বিনীত রায় ও সমীর বর্মণ। সদ্য সমাপ্ত সিঙ্গাপুরে সিটি প্যারা ওয়ালর্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ। এই আন্তর্জাতিক আসরে ভারতের হয়ে সুইমিং পুলে নামলো রাজ্যের দুই প্রতিভাবান প্যারা সুইমার। এর মধ্যে বিনীত রায় অর্জন করলো ব্রোঞ্জ পদক। সমীর বর্মণ কোয়ালিফাই করলো তার রেংকিংয়ে। শুক্রবার দুপুরে দিল্লি,কলকাতা হয়ে আগরতলা বিমান বন্দরে পৌঁছলো এই দুই প্যারা সুইমার।
সঙ্গে তাদের কোচ দীপক দাস। বিমান বন্দরে তাদের সংবর্ধনা দেয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। বিনীত,সমীর ও কোচ দীপক দাসকে ক্রীড়া দপ্তরের তরফে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে অভিবাদন জানালেন অপু রায়, পাইমুঙ মগ, নিখিল সাহা সহ অন্যান্যরা। বিমান বন্দরে বিনীত ও সমীরের পরিবারের লোকজনরা ও ছিলেন। বিনীত ও সমীরের মা ,বাবা সহ বাকি আত্মীয়রা ছেলেদের এই সাফল্যে খুবই খুশি। দুজনই রাজ্যের জন্য ইতিহাস তৈরী করলেন। প্রথমবার আন্তজাতিক আসরে অংশগ্রহণ করে প্রথম বারই পদক অর্জন করাটা বিশাল বড় বিষয়।