ইন্ডিয়া জোটে ফাটল? দিল্লিতে খারাপ ফল নিয়ে আপের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস


newsagartala24.com Images

New Delhi, Jun 30, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি: তারা ইন্ডিয়া জোটের শরিক। কিন্তু, লোকসভা নির্বাচনে কোনও রাজ্যে আলাদা লড়েছে। কোনও রাজ্যে আবার হাতে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে এবার আপের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। দিল্লিতে আপ ও কংগ্রেস আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু, দিল্লির সাতটি আসনের একটিও পায়নি এই দুই দল। সাতটি আসনই জিতেছে বিজেপি। দিল্লিতে সব আসনে হারের জন্য এবার অরবিন্দ কেজরীবালের আপের দিকে আঙুল তুলল কংগ্রেস। আপের আবগারি দুর্নীতি মামলার জেরে কংগ্রেস দিল্লিতে হেরেছে বলে তোপ দাগলেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে। স্বয়ং আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে গ্রেফতার করা হয়েছে। লোকসভা ভোটের আগেই গ্রেফতার করা হয় তাঁকে। আবগারি দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন, “আবগারি দুর্নীতি নিয়ে আমরা প্রথম সরব হয়েছিলাম। সেইসময় বলেছিলাম, সরকারের এই নিয়ে যথাযথ তদন্ত করা দরকার। তখন ইডি ও সিবিআই কোনও পদক্ষেপ করেনি। লোকসভা ভোটের একমাস আগে গ্রেফতার করা হয় কেজরীবালকে।” এরপরই তিনি বলেন, “আমার মনে হয় লোকসভা নির্বাচনে আপের সঙ্গে আসন সমঝোতা না করে লড়লে আমাদের আসন বাড়ত। আবগারি দুর্নীতির ফল ভুগতে হয়েছে কংগ্রেসকে।” এই প্রথম নয়। এর আগে দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দর যাদবও আপের বিরুদ্ধে সরব হয়েছিলেন। বৃষ্টিতে দিল্লিতে জল জমা নিয়ে আপ সরকারকে নিশানা করেছিলেন তিনি।

এবার দিল্লিতে খারাপ ফল নিয়ে কংগ্রেসের আক্রমণের জবাব দিতে দেরি করল না আপ-ও। কংগ্রেসকে আক্রমণ করে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, “দেশের সংবিধান রক্ষায় লড়ছে বিরোধী দলগুলি। সেখানে বিরোধীদের নিজেদের মধ্যে বিভাজন ভাল নয়।”