উদয়পুরে রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা সম্পন্ন


newsagartala24.com Images

আগরতলা, Oct 10, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


উদয়পুরে রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা সম্পন্ন।জয়জয়কার মেট্রিক্সের দাবাড়ুদের
জয় জয়কার। মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুদের। মহকুমা দাবা সংস্থা আয়োজিত রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা প্রতিযোগিতায়। রবিবার গিরিধারী পল্লির ফ্লাওয়ার্স ক্লাবে হয় আসর। তাতে অংশ নিয়েছিলো ৪২ জন দাবাড়ু। মোট ২১ টি পুরস্কারের মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা দখল করে ১৩ টি পুরস্কার। আসরে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার দাবাড়ু রাহুল রায়। ৪ পয়েন্ট নিয়ে ভোকলসে

দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার অংশুমান দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার রুদ্র মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার উর্মি সাহা এবং সমাদ্রিতা সরকার। আসরে অনূর্ধ্ব ৮ বিভাগে প্রথম ৫ টি স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার কানিষ্ক চৌধুরি, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার দেবরাজ ভট্টাচার্য, দেহান ভৌমিক, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার রুদ্রায়ন কর্মকার, শ্রেয়স ধর, অনূর্ধ্ব-‌১০ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার ধীময় চক্রবর্তী, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার তমজিৎ সাহা, রণবিজয় পাল, আয়ুষ্মান ভৌমিক,উদয় দেব, অনূর্ধ্ব-‌১২ বিভাগে শ্রীথিক মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার শিবম প্রতাপ পাল,মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার আরমান ব্যানার্জি, মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার অয়ন্তিকা দেব এবং দেবাদ্রিতা দাস।

 

সর্বকনিষ্ঠ দাবাড়ুর পুরস্কার পেয়েছে মেট্রিক্স চেস আকাদেমির আগরতলা শাখার ৪ বছরের দাবাড়ু অয়নজিৎ নাগ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজন গুপ্ত, মহকুমা দাবা সংস্থার সচিব মনোরাজ সরকার। আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। সহযোগিতায় ছিলেন মিঠুন পাল। এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখা