উৎসাহ উদ্দীপনায় ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পদক জয়ী খেলোয়াড়রা অর্থ পুরস্কারে সম্মানিত


newsagartala24.com Images

আগরতলা, Mar 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


উৎসাহ উদ্দীপনায় ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে
পদক জয়ী খেলোয়াড়রা অর্থ পুরস্কারে সম্মানিত 
 যুব খেলোয়ারদের স্বপ্ন ও আকাঙ্খাকে বাস্তবায়িত করতে সরকারি বিভিন্ন উদ্যোগ জারি রয়েছে। অর্থ রাশিতে সম্মানিত করা তাদের মধ্যে অন্যতম। ক্রীড়া মহলে ব্যাপক উৎসাহ। পদকজয়ী খেলোয়াড়রা এভাবে প্রাইজমানিতে পুরস্কৃত হলে নিঃসন্দেহে আগামী দিনে সাফল্যের লক্ষ্যে খেলোয়ারদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হবে। যুব খেলোয়াড়দের স্বপ্ন ও আকাঙ্খাকে বাস্তবায়িত করতে এবং মাঠে ও মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই ক্রীড়াবিদদের সকল প্রকার সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করতে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী রাজ্য প্রতিভা অন্বেষণ কর্মসূচি, মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প এবং মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্পের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিদের আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধিত করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে জাতীয় স্কুল গেমস, খেলো ইন্ডিয়া যুব গেমস, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, খেলো ইন্ডিয়া জনজাতি স্পোর্টস কম্পিটিশন জাতীয় প্রতিযোগিতায় পদক জয়ী খেলোয়াড়দের মুখ্যমন্ত্রী স্টেট টেলেন্ট সার্চ প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম এবং মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার স্কিম এর অধীনে অর্থ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এক বিশেষ অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন। প্রায় ৮০ জন সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বিশেষ করে স্বর্ণপদক বিজয়ীদের এক লক্ষ টাকা করে, রৌপ্য পদক বিজয়ীদের ৫০ হাজার টাকা করে, ব্রোঞ্জ পদক বিজয়ীদের ২৫ হাজার টাকা করে এবং দলগত বিভাগে ব্রোঞ্জ পদক বিজয়ীদের সাড়ে ১২ হাজার টাকা করে আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়েছে। রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।