এ-ডিভিশন লীগ ফুটবলে বীরেন্দ্র‌ ক্লাব , ত্রিবেনীর মুখোমুখি


newsagartala24.com Images

আগরতলা, Aug 25, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


 
জয়ের ধারা অব্যহত রাখতে আজ মাঠে নামবে ত্রিবেণী সঙ্ঘ। প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত টেকনো ইন্ডিয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলে। দু-‌দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।

প্রথম ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয় পাওয়ার পর শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলো রাজু লামা-‌র দল ত্রিবেণী। বৃহস্পতিবার রাতে এনিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন কোচ। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় বীরেন্দ্র ম্যাচে দলে পরিবর্তন আনা হবে না। এখবর খোদ জানান ত্রিবেণী কোচ। এদিন অনুশীলন শেষে ত্রিবেণী কোচ বলেন,"যে শক্তি আছে তা নিয়েই লড়াই করবো।

ছেলেরা যদি প্রথম ম্যাচের মতো নিজেদের মেলে ধরতে পারে তাহলে দ্বিতীয় ম্যাচ থেকেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। আশাকরি ছেলেরা হতাশ করবে না"। এদিকে মনিপুরের দুই ফুটবলার জুননজিৎ সিং এবং দিদর্শন সিং যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বেড়েছে বলে মনে করছেন বীরেন্দ্র কোচ সুবোধ দেববর্মা। এদিন বিকেলে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল মাঠে হালকা অনুশীলন সেরে নেন বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা। পরে কোচ সুবোধ টেলিফোনে বলেন,"ভূমিপুত্র-‌রা যে কোনও অংশে ভিনরাজ্যের ফুটবলারদের থেকে পিছিয়ে নেই তা আমরা আজ প্রমান করবোই। শিল্ডে এগিয়ে চলোর বিরুদ্ধে দুরন্ত লড়াই আমাদের মনোবল বাড়িয়েছে। আশাকরি সেই লড়াই আজও বজায় থাকবে।  এবং আমার ছেলেরা রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেবে"