একটা নতুন সৃষ্টির অপেক্ষায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব।


newsagartala24.com Images

আগরতলা, Feb 09, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


একটা নতুন সৃষ্টির অপেক্ষায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রবিবার সকাল এগারোটায় আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাবের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত নীলজোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান ২০২৪ পুরস্কার পাচ্ছেন রাজ্যের পাঁচজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। এদের মধ্যে চারজন পাচ্ছেন মরণোত্তর সম্মান। এরা হলেন প্রয়াত রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক রূপেন ভৌমিক, সমীরণ চক্রবর্তী, দলীপ সিং এবং অরুনাভ রায়। এছাড়া সম্মান পাচ্ছেন রনজিত কুমার ভট্টাচার্য। ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়া ও এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পাচ্ছেন উমাশনকর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পাচ্ছেন প্রনব শীল।

ক্লাবের এই অনুষ্ঠানে ই অনূর্ধ্ব উনিশ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ ত্রিপুরার মেয়ে শ্রাবনী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোর্ডিনেটর ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সচিব সুজিত রায়কে ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করবে। পাশাপাশি এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে লাকি ড্র। এই লাকি ড্র সবার জন্য উন্মুক্ত। এতে থাকছে তিন তিনটি পুরস্কার। ইতিমধ্যে এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রস্তুতি চূড়ান্ত।

প্রসঙ্গত গত জুলাই মাসে জন্ম নেওয়া এই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ইতিমধ্যে রাজ্যের ক্রীড়া মহলে রীতিমতো সাড়া জাগিয়েছে। টি এফ এর বিভিন্ন ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করা ছাড়া ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জাতীয় সিনিয়র মহিলা ফুটবল এবং সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যা কিনা রাজ্যের খেলাধূলার ইতিহাসে প্রথম। এছাড়া ক্লাব মাত্র কয়েক মাসের মধ্যে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন ইভেন্টে রাজ্যের কৃতি ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের সম্মান জানিয়েছে। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আশা করে যে আগামীকালের ক্লাবের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজ্যের খেলাধূলার ইতিহাসে একটা নতুন নজীর সৃষ্টি করবে।