এগিয়ে চলোর বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন


newsagartala24.com Images

আগরতলা, Aug 22, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


            শহরের ঐতিহ্যমন্ডিত ক্লাব এগিয়ে চলো সংঘ মনে করে ফুটবল হচ্ছে মেলবন্ধনের খেলা। ফুটবল প্রেমীদের স্বার্থে ভালো খেলা মাঠে উপহার দেওয়াটাই হচ্ছে ক্লাবের বৈশিষ্ট্য। মাঠের বাইরে কোনও রকম খেলা কোনও ভাবেই কাম্য নয়। ৭৬ বছর বয়সী এগিয়ে চলো সংঘ ভ্রাতৃপ্রতিম প্রতিটি ক্লাব, ক্লাবের সদস্য-সদস্যা এবং প্রত্যেক খেলোয়াড়কে অত্যন্ত সম্মানের চোখে দেখে এবং শ্রদ্ধার সঙ্গে প্রতিটি ক্লাব ও দলের সঙ্গে মাঠে খেলায় মেলবন্ধন তৈরিতে বদ্ধপরিকর। অহেতুক কোনও একটা ক্লাব এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে অমূলক অভিযোগ আনবে, সেটাও তারা প্রত্যাশা করে না। এগিয়ে চলো সংঘ নাকি সারা বছর টিএফএ-কে চিঠিপত্র আদান প্রদান করে ব্যাতিব্যস্ত করে রাখে। ‌

এবং এগিয়ে চলো সংঘ নাকি ব্ল্যাকমেইলিং করে। এ ধরনের ভাষায় ঐতিহ্যবাহী ক্লাবকে কোনও ক্লাবের পক্ষ থেকে বিভ্রান্তিকর মন্তব্য করবে, সেটাও কাম্য নয়। উনারা অভিযোগ করেছেন ওনাদের পক্ষে নাকি রেফারি হ্যান্ডবল দেয়নি। এগিয়ে চলো সংঘও বলতে পারে, তাঁদের একটা গোল বাতিল করা হয়েছে অফসাইড ঘোষণা করে। এগিয়ে চলো সংঘ তো এ বিষয়ে কোন শব্দ করেনি। কোনও ক্লাব যদি এগিয়ে চলো সংঘকে ছোট বা দুর্বল বলে মনে করে, তবে এগিয়ে চলো সংঘের পক্ষে সেটি দুর্ভাগ্যের হবে।

এগিয়ে চলো সংঘ মনে করে প্রতিটি ক্লাব বা সংঘ প্রত্যেকেই সমান। কিন্তু দুঃখের সঙ্গে এগিয়ে চলো সংঘ লক্ষ্য করছে। অহেতুক অভিযোগের আঙ্গুল  তোলা হচ্ছে এগিয়ে চলো সংঘের দিকে। এগিয়ে চলো সংঘ নাকি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগে এন্ট্রি নিয়েছে। এটা কি করে সম্ভব, এগিয়ে চলো সংঘ যথাসময়ে এন্ট্রি না দিলে টিএফএ-র পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে কিভাবে। এগিয়ে চলো সংঘ কোনও বেনিয়ম মেনে নেয় না। অন্যায় অবিচার দেখলেই এগিয়ে চলো সংঘ প্রতিবাদ মুখর হয়। এগিয়ে চলো সংঘ মনে করে "অন্যায় যারা করে এবং অন্যায় যারা সহে" উভয়েই সমগুনে দোষী। এ পর্যন্ত এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে এমন কোন রেকর্ড নেই, কোথাও কোনও রকম বেআইনি কার্যকলাপ করেছে, বা কেউ করলে তার বিরুদ্ধে গর্জে ওঠেনি তাও কেউ বলতে পারবে না। ভবিষ্যতে এ ধরনের কোনও ক্লাব বা সংঘ শুধু এগিয়ে চলো সংঘ কেন, সৎ আদর্শ মেনে চলা যে-কোনও ক্লাব বা সংঘের বিরুদ্ধে কিছু বলার আগে কোন ব্যক্তি, ক্লাব বা সংঘকে অবশ্যই আরও একবার ভেবেচিন্তে মন্তব্য করা উচিত হবে। আজ সন্ধ্যায় এগিয়ে চলো সংঘে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি চঞ্চল নন্দীর উপস্থিতিতে সম্পাদক সুমন্ত গুপ্ত এভাবেই উনি উনার মন্তব্য তুলে ধরেন। ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামীকাল থেকে আয়োজিত প্রথম ডিভিশন লিগ ফুটবলে এগিয়ে চলো সংঘ ভালো খেলা উপহার দেওয়ার জন্য মাঠে নামবে। ভালো খেলার মধ্য দিয়েই জয়লাভ করবে এবং দ্বি-মুকুট জিতবে বলে কর্মকর্তাদের প্রত্যেকে এই