এন এস আরসিসিতে শুরু হলো খেলো ইন্ডিয়ার যোগা আসর


newsagartala24.com Images

আগরতলা, Feb 18, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


এন এস আরসিসিতে শুরু হলো খেলো ইন্ডিয়ার যোগা আসর।।।।।এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলো ইন্ডিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় যোগা প্রতিযোগিতার উদ্বোধন হল রাজধানীর এন এস আরসিসিতে। । রবিবার এন এস আরসিসির  জিমনাস্টিকস   হলে ৩ দিন ব্যাপী প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  দীপক শর্মা।

সঙ্গে ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, দপ্তরের সচিব  প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যানরা।এই বিষয়ে দপ্তরের সচিব বলেন, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা এই খেলায় অংশ নেবেন। উত্তর পূর্বের সাতটি রাজ্যে হবে এই প্রতিযোগিতা। এক মাত্র মনিপুরে এই খেলা হবেনা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় মোট বিশটি ইভেন্ট রয়েছে। এর মধ্যে ১৬ টি হবে আসামে। ত্রিপুরায় একটি। রবিবার রাজধানীর এন এস আর সিসিতে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরায় অনুষ্ঠিত এই আসরে ত্রিপুরা,কলকাতা,কল্যাণী,বর্ধমান,নাগপুর,পুনে,পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ,হরিদ্ধার প্রভৃতি বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতায় ১৩ টি বিশ্ববিদ্যালয়ের ১৫ টি দল অংশ গ্রহন করেছে।