এশিয়ান টেনিসে তুইজিলাং সেমিতে আসর জমজমাট
Agartala, Nov 15, 2023, ওয়েব ডেস্ক থেকে
রাজ্য ক্রীড়া জগতে দারুন খবর। ত্রিপুরার তুইজিলাং এশিয়ান টেনিসের সেমিফাইনালে। আন্তর্জাতিক পদক জয়ের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। টেনিস জগতে ত্রিপুরার নাম উজ্জ্বল করা নক্ষত্র সোমদেব দেববর্মনের পর তুইজিলাং-এর নাম-ই বলতে হবে, যে আন্তর্জাতিক আসরে এতটুকু উঁচুতে উঠতে পেরেছে। স্টেট টেনিস কমপ্লেক্স, মালঞ্চ নিবাস ও দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে টেনিস কোর্টে অনুষ্ঠিত
২য় এশিয়ান অনূর্ধ্ব ১৬ র্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট ২০২৩-এ বয়েজ সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার প্রতিভাবান ছেলে তুইজিলাং দেববর্মা শীর্ষ বাছাইকে কুপোকাত করে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নেয়। এশিয়ান আসরে অবাছাই তুইজিলাং দেববর্মা বিপুল স্থানীয় সমর্থনের মাঝখানে আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো, কারণ সে ৯০ মিনিটেরও বেশি সময় নিয়ে শীর্ষ বাছাই নিশীথ আরিমিলিকে ৬-৩ ও ৬-২-এ আধিপত্য বিস্তার করে। তুইজিলাং দেববর্মা আগামীকাল সেমিফাইনালে তৃতীয় বাছাই তেজস রবির মুখোমুখি হবে, যিনি অগ্নিব বরদলুইকে ৬-০ ও ৬-০ তে হোয়াইটওয়াশ করেছে। গার্লস সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে আজ, বুধবার দ্বিতীয় শীর্ষ বাছাই আকৃতি নারায়ণ সোনকুসারে, ড্রয়ে শীর্ষ বাছাই অর্ণবী দেবনাথকে সরাসরি ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরাজিত করে। ড্রয়ের নিচ থেকে, ২য় বাছাই আকাংশা ঘোষ নাবিহা মরিয়ামকে ৬-১,৬-১ ব্যবধানে পরাজিত করেন।আগামীকাল সকাল ৯টা থেকে উভয় ভেন্যুতে ম্যাচ পুনরায় শুরু হবে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে।