কংগ্রেস মানেই ধ্বংস, দুর্নীতি, নৃশংসতা ও ব্যভিচার : জে পি নাড্ডা


newsagartala24.com Images

Agartala, Nov 15, 2023, ওয়েব ডেস্ক থেকে


রায়পুর, ১৫ নভেম্বর  : ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার ছত্তিশগড়ের রায়পুরে জেলার আড়ং বিধানসভা এলাকায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, “এই নির্বাচনে একদিকে রয়েছে বিজেপি, অন্যদিকে রয়েছে কংগ্রেস। কংগ্রেস মানে ধ্বংস, দুর্নীতি, নৃশংসতা, ব্যভিচার এবং মানুষের অধিকার হরণ। বিজেপির অর্থ – উন্নয়ন, প্রগতি, জনগণের সরকার, উন্নয়নের সরকার, এমন সরকার যা মহিলাদের ক্ষমতায়ন করে, এমন সরকার যা কৃষকদের স্বার্থ রক্ষা করে এবং এমন সরকার যা তফসিলি উপজাতির ভাই ও বোনদের মূল স্রোতে নিয়ে আসে।”

নাড্ডা বলেছেন, “ভূপেশ বাঘেল হাতে গঙ্গা জল নিয়ে বলেছিলেন, আমরা এখানে মদ বন্ধ করব। অথচ তাঁরা আবগারি কেলেঙ্কারি, গৌথান কেলেঙ্কারি, শিক্ষক বদলি কেলেঙ্কারি এবং আরও কত কী ক্ষমতার স্বার্থে জল্পনা-কল্পনায় লিপ্ত হয়েছে।” নাড্ডা কটাক্ষ করে বলেছেন, “তিনি (মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল) বিদ্যুৎ বিল অর্ধেক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু করেননি। বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, তা দেওয়া হয়নি। মহিলাদের ৫০০ টাকা দেওয়ার কথা বলা হলেও, তাও দেওয়া হয়নি। এবার তাঁদের ঘরে বসতে হবে।”