newsagartala24@gmail.com

+91 9366733938


কলকাতায় সংবর্ধিত ক্রীড়া সংগঠক ড:‌ সুজিত রায়


newsagartala24.com Images

আগরতলা, Mar 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


কলকাতা স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বি টি এ অনূর্ধ্ব ১৩ মহিলা ফুটবল কোচিং স্কুলের কোচ প্রথম মহিলা অর্জুন খোলোয়াড় শান্তি মল্লিকের হাতে তুলে দেওয়া হলো ফুটবল। বুধবার সি এস জে সি তাঁবুতে এই অনুষ্ঠানে সংবর্ধিত হলেন প্যারিস অলিম্পিকে ভারতের পর্যবেক্ষক ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ড:‌সুজিত রায়। সংস্থার সচিব দেবপ্রিয় দাস জানান, সুজিত রায় শুধু টেনিস নয় ত্রিপুরার খেলাধূলার উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে চলেছেন। কলকাতা স্পোর্টস ক্লাবের সভাপতি সুজিত তাঁর ভাষণে বলেন কলকাতা স্পোর্টস ক্লাব শুধুমাত্র টেনিসে সীমাবদ্ধ থাকবে না। আগামীদিনে যে কোনো খেলার প্রয়োজনে থাকবে,যেমন আমরা সিএসজেসির মহিলা ফুটবলারদের পাশে থাকার অঙ্গীকার করছি। অনুষ্ঠানে উপস্থিত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব জহর দাস কলকাতা স্পোর্টস ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন বি ও এ সবসময়ে এই ধরনের উদ্যোগের পাশে থাকে এবং থাকবে