কিল্লা-র বিরুদ্ধে অভিযোগ করছে জম্পুইজলা প্লেসেন্টারের কর্তা-রা
আগরতলা, Aug 03, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
কিল্লা-র বিরুদ্ধে লিখিত অভিযোগ করছে জম্পুইজলা প্লে সেন্টারের কর্তা-রা। জম্পুইজলা প্লে সেন্টারের কর্তাদের অভিযোগ সি আর এস না করিয়েই কলকাতার ৪ ফুটবলারকে খেলালো কিল্লা। ওই অভিযোগ জানিয়ে এদিন রাতেই লিখিত অভিযোগ জানানো হলো জম্পুইজলার পক্ষ তেকে। এদিকে মহিলা কমিটির সচিব পার্থ সারথি গুপ্ত জানান, কিল্লা থেকে কোনও রকম সি আর এস জমা দেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেও সম্ভবত পয়েন্ট পেতে চলছে জম্পুইজলা। বল এখন টি এফ এ কোটে। ওই একটি অভিযোগ ছাড়া মহিলা ফুটবলের সুপার লিগ জমিয়ে দিলো কিল্লা মর্ণিং ক্লাব। ওই ম্যাচে যদি জম্পুইজলা পয়েন্ট না পায় তাহলে সুবিধে পেয়ে যাবে ত্রিপুরা স্পোর্টস স্কুল। তবে এর সম্বাবনা কম বলেই জানা গেছে।
রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত বৈকুন্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবল লিগে। বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিল্লা মর্ণিং ক্লাব নূণ্যতম গোলে পরাজিত করে খেতাবের অন্যতম দাবিদার জম্পুইজলা প্লে সেন্টারকে। সুপারে ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে কিল্লা-র সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে জম্পুইজলা। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল। বুধবার স্পোর্টস স্কুলকে রুখে দিয়ে ফুলো ঝানো দল যে সুবিধে পাইয়ে দিয়েছিলো জম্পুইজলা এর সুবিধে নিতে পারেনি বুদ্ধ দেববর্মা-র মেয়েরা। এদিন শুরু থেকেই অনেকটা হালকা মেজাজে দেখা যায় জম্পুইজলার ফুটবলারদের। এর খেসারতও দিতে হয় দলকে। কিল্লা-র ফুটবলারদের হার না মানা মানসিকতা শেষ পর্যন্ত মোক্ষম ৩ পয়েন্ট এনে দেয় দলকে। অপরদিকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে নিজেরাই দলকে চাপে ফেলে দেন জম্পুইজলার ফুটবলাররা। ম্যাচের ৬ মিনিটে কিল্লা-র হয়ে জয়সূচক গোলটি করেন রমণী কাওয়া। ম্যাচটি পরিচালনা করেন সত্যজিৎ দেবরায়।