কৃষিক্ষেত্রের কল্যাণে ১০ বছরে অনেক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার : অনুরাগ ঠাকুর


newsagartala24.com Images

Agartala, Feb 14, 2024, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক ও কৃষিক্ষেত্রের কল্যাণে বিগত ১০ বছরে অনেক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমি বলতে চাই, মোদী সরকার গত ১০ বছরে কৃষিক্ষেত্রকে উৎসাহিত করতে এবং কৃষকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তাঁরা যখন নিজেদের দাবি পেশ করে, তখন সরকার সিনিয়র নেতাদের পাঠিয়ে সংলাপ চালিয়ে যায়। দাবির সঙ্গে নতুন দাবি যুক্ত হওয়ার কারণ কী? নতুন দাবি যুক্ত হলে আরও সময় প্রয়োজন। রাজ্যগুলির আলোচনার জন্য সময় প্রয়োজন।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তাঁদের বেশির ভাগ দাবি মেনে নেওয়া হলেও নতুন দাবি পূরণে আরও সময় লাগবে। আমি আন্দোলনকারীদের ভাংচুর, অগ্নিসংযোগ বা হিংসায় লিপ্ত না হওয়ার আহ্বান জানাই। আমি কৃষক নেতাদের কাছে অনুরোধ করছি, আসুন এবং আলোচনায় অংশ নিন।”