কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস


newsagartala24.com Images

আগরতলা, Jul 26, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সম্প্রতি পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ কংগ্রেস। শুক্রবার রাজধানী আগরতলা স্থিত প্রদেশ কংগ্রেস ভবনের প্রাঙ্গণ থেকে এক মিছিল করে রাজধানী বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠন। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি, প্রদেশ মহিলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে লক্ষ্য করা গেছে শুধুমাত্র দুটি রাজ্যকে বিশেষ প্রাধান্য দিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ প্রদান করা হয়েছে। তার উদ্দেশ্য হল বিহার এবং অন্ধপ্রদেশ দিল্লিতে কেন্দ্রীয় সরকারকে বাঁচিয়ে রেখেছে তাই এই বাজেটে ডালাও হারে এ দুটি রাজ্যকে সহযোগিতা প্রদান করা হয়েছে। কার্যত দেশের অন্যান্য রাজ্য গুলোর সাথে বৈষম্যমূলক আচরণ হয়েছে এই বাজেটের মাধ্যমে। একই সাথে তিনি বলেন এই বাজেটে বেকার, কৃষক, মহিলা ও সাধারণ মানুষ কারুর জন্যই তেমন কিছু নেই। বরং বেশ কিছু ক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে মানুষের উপর বোঝা সৃষ্টি করেছে। যার প্রতিবাদে গোটা দেশ জুড়ে কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছে