৫৬৪ কোটি টাকা প্যাকেজ প্রদানের ঘোষণা করেছে রাজ্য সরকার


newsagartala24.com Images

আগরতলা, Sep 07, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সম্প্রতি বন্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আর সেই ক্ষতির পরিমাণ আনুমানিক হাজার কোটি টাকার উপর। বর্তমানে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনসাধারণের সাহায্যার্থে সদ্য সমাপ্ত বিধানসভায় ৫৬৪ কোটি টাকা প্যাকেজ প্রদানের ঘোষণা করেছে রাজ্য সরকার। শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই প্রদেশ বিজেপি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস জানান

এই ৫৬৪ কোটি প্রাথমিকভাবে রাস্তাঘাট পানীয় জল কৃষি এবং খাদ্য সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন বিদ্যুৎ ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি, পি ডব্লিউ ডি এর জন্য ২০০ কোটি,ডি ডব্লিউ এস এর জন্য ৩৫ কোটি, কৃষি ক্ষেত্রে ১৫ কোটি, গ্রাম উন্নয়নে ৪০ কোটি, নগর উন্নয়নে ১২ কোটি এবং খাদ্য দপ্তরের জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পাশাপাশি খাদ্য দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রায় নয় লক্ষ আশি হাজার রেশন কার্ড হোল্ডারকে প্রতি কাঠবিছো আগামী দু মাস ১০ কেজি করে চাল প্রদান করা হবে। তাছাড়া এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দলের মিডিয়া ইনচার্জ সুনিত সরকার এবং সেক্রেটারি মিহির সরকার .