বিধায়ক সুদীপ রায় বর্মনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দেন মন্ত্রী বিকাশ দেববর্মার


newsagartala24.com Images

আগরতলা, Sep 14, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মার বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে খোদ মুখ খুললেন মন্ত্রী। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়  মন্ত্রীর তরফে। বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা একে একে অভিযোগের তথ্যভিত্তিক খন্ডন করেন মন্ত্রী। জানান উনার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্র । এক্ষেত্রে বিধায়ক সুদীপ রায় বর্মনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেধে দেন মন্ত্রী। উক্ত সময়ের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রমাণিত করতে পারলে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে যদি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় বিরোধী বিধায়ক তবে উনাকেও রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেন । একই সাথে অভিযোগ প্রমাণিত করতে না পারলে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি সুদীপ বর্মনের আনা প্রত্যেকটি অভিযোগের যথাযথ উত্তর দেন মন্ত্রী।

জানান অভিযোগ অনুসারে উনার স্ত্রী এবং পুত্রের নামে পেট্রোল পাম্প রয়েছে বলে মিথ্যা কুৎসা রটিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিরোধীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিনা কারণে মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করেছেন।