শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইফেন প্রদান করা হয়নি


newsagartala24.com Images

আগরতলা, Sep 18, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


বকেয়া স্টাইফেন প্রদানের দাবিতে আবারো আন্দোলন ছাত্র-ছাত্রীদের। বুধবার জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসের সামনে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনৈক ছাত্র জানায় এই শিক্ষাবর্ষে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের বকেয়া স্টাইফেন প্রদান করা হয়নি দপ্তরের পক্ষ থেকে।

সম্প্রতি অধিকর্তার পক্ষ থেকে জানানো হয়েছিল ১৫ তারিখের মধ্যে তাদের সমস্যার সমাধান হবে কিন্তু এখনো তা হয়নি। আর তার ফলে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে পঠরত ছাত্রছাত্রীরা অর্থের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এমনকি বহু ক্ষেত্রে অনেকে পরীক্ষা পর্যন্ত দিতে পারছে না। তাই তাদের দাবি বুধবারের মধ্যেই তাদের সমস্যার সমাধান করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন চলবে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে।