জাতীয় যুব দিবসে সংবর্ধিত হলেন পদকজয়ী তিনজন কুরাস খেলোয়াড়।
আগরতলা, Jan 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই উপলক্ষে বরাবরের মতো এবার ও সারা দেশের সঙ্গে সংগতি রেখে রবিবার রাজ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তরফে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন করা হলো আগরতলা রবীন্দ্রভবনের আম্র কুঞ্জতে।
স্বামীজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পদ্মশ্রী অলিম্পিয়ান দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ,সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা।
রবীন্দ্র ভবনের আম্র কুঞ্জে রবিবার এই অনুষ্ঠানে ক্রীড়া প্রেমীলোকেদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
অনুষ্ঠান মঞ্চে স্কুল ন্যাশনাল কুরাস চ্যাম্পিয়নশিপে তিনজন পদকজয়ীদের আর্থিক সম্মাননা দেয়া হলো ক্রীড়া দপ্তরের তরফে। সম্মাননা পেয়ে খুবই খুশি হলেন তিনজন খেলোয়াড়। পদকজয়ীরা হলো সোনালী দাস ,বন্নিতা চাকমা ও রূপক ভৌমিক। তাদের হাতে ২৫ হাজার টাকার আর্থিক সম্মাননা তুলে দিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়।