স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথ ধরেই এগিয়ে চলতে হবে দীপক মজুমদার


newsagartala24.com Images

আগরতলা, Jan 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথ ধরেই এগিয়ে চলতে হবে। স্বামীজীর জন্মদিনে যুবসমাজের প্রতি আহ্বান রেখে এই কথা বললেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।রবিবার সকালে শিশু উদ্যানের বিবেক উদ্যানে রামকৃষ্ণ মিশন বিবেক নগর আগরতলার উদ্যোগে আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র।
রবিবার ১২ই জানুয়ারি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস ।সারা দেশে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে ।এই উপলক্ষে রবিবার সকালে আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের পরিচালনায় শিশু উদ্যানের বিবেক উদ্যানে জাতীয় যুব দিবস উদযাপনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসপ্রাপ্ত বিচারপতি স্বপন দাস ,রামকৃষ্ণ মিশন বিবেক নগর আগরতলার সম্পাদক  স্বামী সুভধানন্দ মহারাজ। এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি বৃন্দ ।প্রজ্জলন করা হয় মশাল ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সম্পর্কে নতুন করে কিছু বলার ও বোঝার বিষয় নেই। তাকে শুধু অনুসরণ করার বিষয়। স্বামীজীর বাণী এবং কর্মজীবন যুবশক্তির কাছে অনুপ্রেরণা স্বরূপ ।মেয়র আরো বলেন ,স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথকে লক্ষ্য রেখেই যুবশক্তিকে সামনের দিকে এগিয়ে চলতে হবে ।স্বামী বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মকে যেমন বিশ্বের  স্বামীজীর বাণী এবং কর্মজীবন যুবশক্তির কাছে অনুপ্রেরণা স্বরূপ ।মেয়র আরো বলেন ,স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথকে লক্ষ্য রেখেই যুবশক্তিকে সামনের দিকে এগিয়ে চলতে হবে ।স্বামী বিবেকানন্দ সনাতন হিন্দু ধর্মকে যেমন বিশ্বের সকলের কাছে তুলে ধরেছিলেন তেমনি এই ধর্ম রক্ষার ক্ষেত্রেও পথ দেখিয়ে গেছেন।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর ,বিদ্যালয় শিক্ষা দপ্তর ,আগরতলা পৌরনিগম ,পূর্ত দপ্তর, বিবেক উদ্যান সংরক্ষণ সমিতি ,বিবেকানন্দ যুব মহামন্ডলের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।