ন্যাশনাল ইউথ আইকনের সন্মান পেলো রাজ্যের খুদে দাবাড়ু অর্শিয়া


newsagartala24.com Images

আগরতলা, Jan 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


ন্যাশনাল ইউথ আইকনের সন্মান পেলো রাজ্যের খুদে দাবাড়ু অর্শিয়া এবছর ন্যাশনাল ইউথ আইকন এওয়ার্ড পেলো রাজ্যের আন্তর্জাতিক খুদে দাবাড়ু অর্শিয়া দাস। দিল্লিতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হলো।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনজাতি মন্ত্রী জুয়েল ওরাও সহ অন্যান্যরা। গোয়াতে একটি দাবা আসরে খেলার জন্য অর্শিয়া এই পুরস্কারটি নিজে নিতে পারে নি। তার হয়ে দিল্লিতে সর্ব ভারতীয় দাবা ফেডারেশনের প্রতিনিধি এই সন্মানটা অর্জন করলেন