১লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


newsagartala24.com Images

আগরতলা, Jan 12, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


প্রশাসন যতই নেশা বিরোধী অভিযান এবং নেশা বন্ধের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করুক না কেন নেশা কারবারীরা এবং কালোবাজারি রা তাদের অবৈধ পাচার বাণিজ্য অব্যাহত রাখার লক্ষ্যে অগ্রসর। আর তার লক্ষ্যপূর্তির কারণে ক্রমাগত অবলম্বন করে চলছে বিভিন্ন ধরনের অভিনব কৌশল। তার দৃষ্টান্ত আবারো উঠে এলো জনসমক্ষে।রবিবার পশ্চিম থানা ও পূর্ব থানা পুলিশের যৌথ উদ্যোগে আগরতলার ঝুলন্ত ব্রিজ এলাকায় একটি নাগাল্যান্ড থেকে সিমেন্টে পরিপূর্ণ ট্রাক গাড়ি থেকে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে বলেন, NL01AJ0403 নাম্বারের একটি গাড়ি মেঘালয় থেকে রাজ্যে আসে সিমেন্ট বোঝাই করে। এবং সোনামুরার উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। ঠিক তখনই শহর আগরতলা ঝুলন্ত ব্রিজ এলাকায় গাড়ি সহ দুইজন গাড়ির চালকে আটক করা হয়।

পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা হবে। বর্তমানে গাড়ি সহ দুজন চালককে আটক করা হয় এবং কোথা থেকে এই নেশা সামগ্রী গুলি আনা হয়েছে বা কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল সে সমস্ত বিষয় নিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি  অন্যদিকে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা ক্রমাগত হানা দিচ্ছে আটক করছে পাচারকারীদের তা সত্ত্বেও বন্ধ হওয়ার নাম নিচ্ছে না এই অবৈধ নেশার কারবার। ফলে বিষয়টি গভীর উদ্বেগের সাথে দেখছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি এই বিষয়টি আরো গুরুত্বসহকারে তদন্ত করে নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসন এবং সরকারের আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করার দাবী চলছে আমজনতা।