কেরালার প্রাক্তন পিএফআই কর্মীদের বাড়িতে হানা ইডির
Agartala, Sep 25, 2023, ওয়েব ডেস্ক থেকে
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর: কেরালার প্রাক্তন পিএফআই কর্মীদের বাড়িতে সোমবার সকালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি, কেরালায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-এর কর্মীদের বাড়িতে সোমবার সকালে হানা দেয়। কেরালা রাজ্যের চারটি জেলা, এর্নাকুলাম, ওয়ানাদ, ত্রিশুর এবং মালাপ্পুরমে ইডির আধিকারিকরা হাজির হয়। এই চারটি জেলার ১২টি স্থানে অভিযান চালায় ইডি।
ইডি সূত্রে জানা গিয়েছে, পিএফআই স্লিপার সেলগুলি কেরালা রাজ্যে সক্রিয় রয়েছে। ইডি, সন্দেহজনক বিদেশী হাওয়ালা অর্থ লেনদেনের বিষয়গুলি খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে। ইডি জানিয়েছে, পিএফআই-এর সদস্যরা এতে জড়িত রয়েছে। এরা সারাদেশে মৌলবাদী কার্যকলাপে ইন্ধন জোগাচ্ছে বলেও অভিযোগ। এর আগে অগাস্ট মাসে মালাপ্পুরমে বেশ কয়েকজন পিএফআই কর্মীদের বাড়িতে হানা দেয় এনআইএ।