ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে হারিয়ে জয়ের সারণীতে ইউনাইটেড ফ্রেন্ডস


newsagartala24.com Images

আগরতলা, Feb 11, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে হারিয়ে
জয়ের সারণীতে ইউনাইটেড ফ্রেন্ডস।।।।।।।জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে চলছে ইউনাইটেড ফ্রেন্ডস। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস সহজেই পরাজিত করলো ক্রিকেট অনুরাগীকে। ১০ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলা ক্রিকেটের আমন্ত্রণমূলক ক্রিকেটে। এদিন মোহনপুরের তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে ইউনাইটেড ফ্রেন্ডসের অধিনায়িকা সুরভি রায় প্রথমে ক্রিকেট অনুরাগীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ইউনাইটেড ফ্রেন্ডস এর বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ক্রিকেট অনুরাগী।

দল সর্বোচ্চ ২২ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে স্নেহা নোয়াতিয়া ৬০ বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাইটেড ফ্রেন্ডস এর পক্ষে সুরভি রায় নয় রানে তিনটি, অন্তরানী নোয়াতিয়া তিন রানে এবং রেবিকা নোয়াতিয়া ১৬ রানে দুটি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস ৪০ বল খেলে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রেশমি নোয়াতিয়া ২৮ বল খেলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে এবং নিকিতা দেবনাথ 14বল খেলে দুটি বাউন্ডারির সাহায্যে ১৪ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। টানা দুই ম্যাচে অনায়াসেই জয় পেয়ে আপাতত গ্রুপের শীর্ষে আত্মপ্রকাশ করা ইউনাইটেড ফ্রেন্ডস।