ক্রিকেট প্রেমীদের নজর আজ টিসিএ-র এস.জি.এম-এর দিকে


newsagartala24.com Images

আগরতলা, Aug 08, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


ক্রিকেট প্রেমীদের নজর আজ
টিসিএ-র এস.জি.এম-এর দিকে। তারিখটা ৯ই আগস্ট। ঐতিহাসিক দিন। ১৯৪৫ সালে নাগাসাকির পর ২০২৩ সালে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউস টার্গেট। বোমা প্রস্তুত। ‌ এখন শুধু বিস্ফোরণের অপেক্ষায়। তবে এই বোমাকে অনেকেই "সাইলেন্ট বম্ব" বলে আখ্যায়িত করছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাধিক এজেন্ডা নিয়ে ঘোষিত স্পেশাল জেনারেল মিটিং-এর সাইলেন্ট বোমাটা এখন বিস্ফোরণের অপেক্ষায়‌। অনেকে অপেক্ষমান পুরো বিষয়ের রস আস্বাদনের। নাগাসাকির বোমায় হাজারো লোকের প্রাণহানি ঘটেছিল।

এক্ষেত্রে টিসিএ-র এস.জি.এম বোমায় মানব শরীরে আঁচড় কাটার সম্ভাবনা নেই। ‌ যা ঘটবে সেটা হলো টিসিএ-র সাদা দেওয়ালে ঐতিহাসিক দাগ কাটার শামিল। গত ১৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১৬০ প্রহরে টিসিএ-র ঘটনা প্রবাহ সবারই জানা। ঐতিহাসিক বিজ্ঞপ্তিতে কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সম্পাদককে ব্রাত্য রেখে সচিবের স্বাক্ষরের স্থলে যুগ্ম সচিব-এর স্বাক্ষর, টিসিএ নাট্যানুষ্ঠানের সর্বশেষ সংস্করণ। ২২ গজের বাইরে টেবিল চেয়ারের বৈঠকী ঘরানায় কার গুগলিতে কে কেমন স্কয়ার কাট মারে, তাই এখন দেখার অপেক্ষায়।