ক্রীড়া দপ্তর ও টিএসজেসি-র মধ্যে বন্ধুত্বপূর্ণ-প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।


newsagartala24.com Images

আগরতলা, Mar 07, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


বছর ঘুরতে না ঘুরতেই সিরিজে সমতা ফিরে এলো। হোক না প্রীতি ক্রিকেট ম্যাচ।‌ দল গঠনে এবং দলের প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সে যথেষ্ট দক্ষতার ছাপ ছিল দু'দলের খেলোয়াড়দের মধ্যেই। ‌যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর    ভোলাগিরি স্টেডিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত এই আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব  বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, ত্রিপুরা  স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা। টস জিতে টিএসজেসি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।‌প্রথমে ব্যাট করার সুযোগকে কাজে লাগিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ক্রিকেটাররা বিশেষ করে অধিনায়ক বাপ্পা দাস (৬৮), দেব ভক্ত জমাতিয়া (৪০), সৌরভ দেববর্মা (১৪), ঝুটন সরকার, সঞ্জিত নোয়াতিয়া, প্রনজিৎ সরকার (৭), দুরন ত্রিপুরা, চরণ মাদ্রাজি, মতি ত্রিপুরা, বিজয় জমাতিয়া, অনল বরন রায়, অজয় ত্রিপুরা, বাদল রায়, প্রফুল্ল দেবনাথ, সোমপ্রকাশ দাস দারুন দক্ষতার পরিচয় দেয়। জবাবে ব্যাট করতে নেমে টিএসজেসি-র অধিনায়ক অনির্বাণ দেব, সুব্রত দেবনাথ, প্রনব শীল, অভিষেক দে, অর্পণ দে, প্রসেনজিৎ সাহা, সিশান চক্রবর্তী, দিব্যেন্দু দে, মিল্টন ধর, বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন, বিষ্ণুপদ বণিক, অঞ্জন দেব ভালো খেলা উপহার দিয়েছেন।

বোলিংয়ে চার রানে চারটি উইকেট দখল করে মতি ত্রিপুরা প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছেন। এছাড়া বিজয় জমাতিয়া ১৩ রানে চারটি, অনির্বাণ দেব ২০ রানে তিনটি, ঝুটন সরকার এবং বিশ্বজিৎ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছেন। জাকির হোসেন পেয়েছেন একটি উইকেট। এই ম্যাচে ভাতৃ প্রতীম সংগঠন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি হিসেবে খেলেছেন। কোচ মনিময় রায়ও খেলোয়ারদের পারফরম্যান্সে অত্যন্ত খুশি।
প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করে খুশি মন্ত্রী টিংকু রায়ও। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফল এই রাজ্যের ছেলে মেয়েরা পাচ্ছেন। প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, টিএসজেসি সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় সহ অন্যান্য অতিথিরা পুরষ্কার তুলে দেন।

ক্রীড়ামন্ত্রী টিংকু রায় প্রদত্ত কুড়ি হাজার টাকা এবং ১০ হাজার টাকা যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে প্রাইজ মানি হিসেবে তুলে দেওয়া হয়। টিএসজেসির পক্ষে সভাপতি সরযূ চক্রবর্তী এবং সম্পাদক অনির্বাণ দেব ক্রীড়া দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও এ ধরনের ম্যাচ জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন। টি এসজেসি-র প্রতিষ্ঠাতা সদস্য প্রণব সরকার দু'দলের খেলোয়াড় সহ উদ্যোক্তাদের দুরাভাষের মাধ্যমে অভিনন্দন জানান।
বিশ্বজিৎ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছেন। জাকির হোসেন পেয়েছেন একটি উইকেট। এই ম্যাচে ভাতৃ প্রতীম সংগঠন জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিনিধি হিসেবে খেলেছেন। কোচ মনিময় রায়ও খেলোয়ারদের পারফরম্যান্সে অত্যন্ত খুশি।


প্রীতি ক্রিকেট ম্যাচ উপভোগ করে খুশি মন্ত্রী টিংকু রায়ও। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার খেলাধুলার মধ্য দিয়ে রাজ্যের ছেলে মেয়েদের জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরার জন্য একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর সুফল এই রাজ্যের ছেলে মেয়েরা পাচ্ছেন। প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, টিএসজেসি সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় সহ অন্যান্য অতিথিরা পুরষ্কার তুলে দেন। ক্রীড়ামন্ত্রী টিংকু রায় প্রদত্ত কুড়ি হাজার টাকা এবং ১০ হাজার টাকা যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে প্রাইজ মানি হিসেবে তুলে দেওয়া হয়। টিএসজেসির পক্ষে সভাপতি সরযূ চক্রবর্তী এবং সম্পাদক অনির্বাণ দেব ক্রীড়া দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনেও এ ধরনের ম্যাচ জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন। টি এসজেসি-র প্রতিষ্ঠাতা সদস্য প্রণব সরকার দু'দলের খেলোয়াড় সহ উদ্যোক্তাদের দুরাভাষের মাধ্যমে অভিনন্দন জানান।